বারণসী রেলস্টেশন চত্বরে আগুন! ছবি: ভিডিয়ো থেকে প্রাপ্ত।
বারাণসী রেলস্টেশন চত্বরে আগুন। পুড়ে খাক পার্কিংয়ের জায়গায় থাকা ২০০-র বেশি চার চাকার গাড়ি এবং মোটরবাইক। কালো ধোঁয়ায় ঢাকে বিস্তীর্ণ এলাকা। শনিবার সকালে ওই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল স্টেশনে আসা যাত্রী এবং রেলকর্মীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল বাহিনী। তা ছাড়াও আরপিএফের কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। অগ্নিকাণ্ডে অবশ্য হতাহতের কোনও খবর মেলেনি।
উত্তরপ্রদেশের পুলিশ এবং রেল সূত্রে জানা যাচ্ছে, বারাণসী স্টেশনের যে জায়গাটি গাড়ি রাখার জন্য বরাদ্দ, শনিবার সকালে সেখানে প্রথমে আগুন দেখতে পান কয়েক জন। বিষয়টি নজরে আসে আরপিএফেরও। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। কিন্তু তত ক্ষণে আগুন ছড়িয়ে পড়েছিল অন্যান্য জায়গায়। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে আগুন ধরে যায়। পরিস্থিতি নাগালের বাইরে দেখে দমকলে খবরে পাঠানো হয়। দমকলের ১২টি ইঞ্জিন অকুস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই দুর্ঘটনায় প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। রেলকর্মীদের মোটরবাইক পুড়ে খাক হয়েছে। ভস্মীভূত হয়েছে কয়েকটি চার চাকার গাড়ি।
জানা যাচ্ছে, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড হয়েছে। প্রাথমিক তদন্তের পর রেল জানিয়েছে, প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। তবে কোনও মানুষ জখম হননি। আগুন ধরে যাওয়ার কারণ শর্টসার্কিট হলেও কী ভাবে সেটা হল, খতিয়ে দেখা হচ্ছে।