mumbai

Mumbai Fire: মুম্বইয়ের অন্ধেরিতে ছবির সেটে আগুন, মৃত এক, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

মুম্বইয়ের অন্ধেরির স্টার বাজার এলাকার কাছে বিধ্বংসী আগুন। এখনও কারণ জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৭:৩১
Share:

অন্ধেরির স্পোর্টস কমপ্লেক্সে আগুন।

মুম্বইয়ের পশ্চিম অন্ধেরির বাজার এলাকার কাছে বিধ্বংসী আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১০টি ইঞ্জিন। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। শেষ খবর আনুযায়ী আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক জনের।

Advertisement

শুক্রবার বিকেল সাড়ে চারটে। প্রথমে শোনা গিয়েছিল, অন্ধেরির ডিএন নগরের বাজার এলাকায় একটি মণ্ডপে আগুন লেগেছে। ক্রমে জানা গিয়েছে, অন্ধেরির স্পোর্টস কমপ্লেক্সের পাশে চিত্রকূট মাঠে ছবির সেট সাজানো হয়েছিল। সেখানেই লাগে আগুন। খবর যায় দমকলে।

ওই এলাকার চারপাশে রয়েছে বেশ কিছু আবাসন এবং বাণিজ্যিক বহুতল। তাই তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা শুরু করে দমকল কর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement