— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন অন্য কোনও পুরুষ, এমন দাবি করতে পারবেন না কোনও বিবাহিত মহিলা। এমনকী ওই পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও আনতে পারবেন না তিনি। সম্প্রতি এক মামলায় এমনটাই রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট।
চলতি মাসের শুরুতেই প্রতিবেশী এক পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বিবাহিতা এক যুবতী পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। এর পরেই আদালতে পাল্টা অভিযোগ তুলেছিলেন অভিযুক্ত-ও। গত ১০ ফেব্রুয়ারি ওই মামলাতেই এমন রায় দিয়েছেন হাই কোর্টের বিচারপতি মনিন্দর এস ভাট্টি। সঙ্গে মহিলার অভিযোগের ভিত্তিতে রুজু হওয়া ধর্ষণের মামলাও খারিজ করে দিয়েছেন তিনি।
আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, যুবতীর দাবি ছিল, প্রতিবেশী ওই যুবক বিবাহিত। কিন্তু সম্প্রতি ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান ওই ব্যক্তি। মহিলার দাবি, ওই যুবক তাঁকে জানিয়েছিলেন, স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। সে সব মিটলেই তিনি ওই মহিলাকে বিয়ে করবেন। কিন্তু কিছু দিন যেতে না যেতেই বেঁকে বসেন ওই ব্যক্তি। আচমকা জানিয়ে দেন, স্ত্রীকে বিচ্ছেদ দেওয়া সম্ভব নয়। এর পরেই ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। অভিযোগকারিণী নিজেও বিবাহিতা। তাঁর স্বামী পেশায় গাড়়িচালক। দুই সন্তানও রয়েছে তাঁদের। তাই এ ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার ‘সম্মতি’তে শারীরিক সম্পর্ককে ধর্ষণ বলা যাবে না বলে জানান বিচারপতি। তিনি বলেন, ‘‘এফআইআরে কোথাও বলা হয়নি ওই যুবক মহিলাকে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেছিলেন। যা হয়েছে, তাকে আদৌ ‘অপরাধ’ বলা যায় না। এই ধরনের অভিযোগগুলি গোড়াতেই গ্রহণ করা উচিত নয়।’’