দিল্লির নতুন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্ত। ছবি: পিটিআই।
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তকে বেছে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথও নেওয়া হয়ে গিয়েছে তাঁর। কিন্তু কে এই রেখা? তাঁর মোট সম্পত্তির পরিমাণই বা কত?
এ বারের বিধানসভা ভোটে চাঁদনি চক এলাকার শালিমার বাগ কেন্দ্রে তিন বারের আপ বিধায়ক বন্দনা কুমারীকে সাড়ে ২৯ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন রেখা। ২০১৫ এবং ২০২০ সালে এই আসনেই বন্দনার কাছে পরাস্ত হয়েছিলেন তিনি! সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, আতিশী মার্লেনার পরে চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে রেখাকে পেয়েছে দিল্লি। নির্বাচনী হলফনামা অনুযায়ী, রেখার মোট সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ কোটি ৩০ লক্ষ টাকা। রেখার তহবিলে নগদ ১ লক্ষ ৪৮ হাজার টাকা রয়েছে। ব্যাঙ্ক আমানত রয়েছে ৭২ লক্ষ ৯৩ হাজার টাকা।
কেশব সহকারী ব্যাঙ্ক এবং হিন্দুস্তান সমাচার লিমিটেডে তাঁর প্রায় ৯ লক্ষ ২৯ হাজার টাকার অংশীদারি রয়েছে। এ ছাড়াও, রেখা ও তাঁর স্বামীর বিমা রয়েছে ৫৩ লক্ষ ৬৮ হাজার টাকার। প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের ২২৫ গ্রাম সোনার গয়না রয়েছে রেখার। রেখার স্বামীর রয়েছে ১৩৫ গ্রাম সোনার গয়না, যার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। এ ছাড়া অন্যান্য সম্পত্তি মিলিয়ে রেখাদের মোট অস্থাবর সম্পদের মূল্য ২ কোটি ৭২ লক্ষ টাকা!
দিল্লির রোহিণী এবং শালিমার বাগে দু’টি বাড়ি রয়েছে রেখার, যার মোট মূল্য প্রায় ২.৬ কোটি টাকা। রেখার স্বামীরও রোহিণীতে একটি বাড়ি রয়েছে। রেখার নিজস্ব কোনও গাড়ি না থাকলেও তাঁর স্বামীর একটি মারুতি এক্সএল-৬ গাড়ি রয়েছে, যার মূল্য ৪.৩৩ লক্ষ টাকা।
বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসাবে নাম ঘোষণা করা হয়েছিল রেখার। সেই মতো বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা-সহ নতুন মন্ত্রিসভার সদস্যেরা শপথ নিয়েছেন। বণিক সমাজের প্রতিনিধি রেখা একদা সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রীও হয়েছিলেন। আরএসএসের সদস্য রেখা বর্তমানে বিজেপির মহিলা মোর্চার অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি। তবে এই প্রথম বার বিধায়ক হয়েছেন তিনি। একই সঙ্গে হয়েছেন মুখ্যমন্ত্রীও।