বিশ্বনাথ মন্দির চত্বরেই হবে বিয়ে।
শীঘ্রই সানাই বাজবে বারাণসীর বিশ্বনাথ মন্দিরে। চার হাত এক হবে। শুধু ভিআইপিদের নয়, সাধারণ মানুষেরও। সাক্ষী থাকবেন খোদ মহাদেব। আয়োজন করবেন মন্দির কর্তৃপক্ষ।
বিশ্বনাথ মন্দিরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) সুনীল বর্মা বলেন, ‘‘শিগগিরই সানাই বাজবে কাশীর মন্দিরে। বিয়ের আয়োজনের রূপরেখা তৈরি করছেন মন্দির কর্তৃপক্ষ।’’ মন্দির চত্বরেই হবে বিয়ে। সূত্রের খবর, এই বিয়ে আয়োজন নিয়ে কিছু বিধিনিষেধ থাকবে। তা স্থির করা হবে।
সিইও সুনীল বর্মা আরও জানালেন, বিশ্বনাথ ধামের নতুন নির্মাণের পর থেকেই বিভিন্ন পরিষেবা যোগ হচ্ছে। এ বার বিয়ে-সহ অন্য ধর্মীয় অনুষ্ঠানের জন্য হলও ভাড়া দেওয়া হবে। সাধারণ মানুষের সাধ্যেই মধ্যেই থাকবে ভাড়া। গোটা অনুষ্ঠানের আয়োজন করবেন মন্দির কর্তৃপক্ষ। তবে তা অবশ্যই ধর্মীয় হওয়া চাই।
এ দিকে কাশী যাত্রা প্রকল্পে ছাড়পত্র দিয়েছে কর্নাটক সরকার। ৩০ হাজার পুণ্যার্থীকে বিশ্বনাথ ধাম যাত্রার জন্য পাঁচ হাজার টাকা করে দেবে রাজ্যের বিজেপি সরকার। এ জন্য সাত কোটি টাকা বরাদ্দ করেছে বাসবরাজ বোম্মাইয়ের সরকার।