IBPS Recruitment 2025

আইবিপিএসে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

প্রতিষ্ঠানের মুম্বইয়ের দফতরে নিযুক্তদের কাজ করতে হবে। নিযুক্তদের বেতনক্রম হবে ৪৪,৯০০ টাকা থেকে ১,৫৯,১০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৫:১৩
Share:
Govt Job Interview.

প্রতীকী চিত্র।

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-এ কর্মী নিয়োগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রফেসর এবং ডেটা অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে। তাঁদের যোগ্যতা যাচাইয়ের জন্য অনলাইনে পরীক্ষা, প্রেজেন্টেশন, গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ নেওয়া হবে।

Advertisement

প্রতিষ্ঠানের মুম্বইয়ের দফতরে নিযুক্তদের কাজ করতে হবে। বেতনক্রম হবে ৪৪,৯০০ টাকা থেকে ১,৫৯,১০০ টাকা। প্রোফেসর পদে অনূর্ধ্ব ৫৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম ১২ বছরের শিক্ষকতা কিংবা অধ্যাপনার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, অর্গানাইজ়েশনাল সাইকোলজি, এডুকেশনাল মেজ়ারমেন্ট, সাইকোমেট্রিক্স— উল্লিখিত বিষয়ের মধ্যে যে কোনও একটিতে পিএইচডি ডিগ্রি থাকা আবশ্যক।

ডেটা অ্যানালিস্ট পদে ২৩ বছর থেকে ৩০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স কিংবা সমতুল্য কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের ডেটা অ্যানালিস্ট পদে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

আইবিপিএস-এর ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ২১ এপ্রিল। আবেদনমূল্য ১,০০০ টাকা। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement