Jaipur Rain

ভারী বৃষ্টিতে ভাসছে জয়পুর, জলের তলায় বেশ কয়েকটি এলাকা, দুর্ভোগ

শুক্রবার গভীর রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে জয়পুরের বিভিন্ন এলাকা জলের তলায়। পারাকোড বাজারও জলমগ্ন হয়ে পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

জয়পুর শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৩:১৭
Share:

জলমগ্ন জয়পুরের কয়েকটি এলাকা। ছবি: টুইটার।

বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত দেশের একাংশ। এ বার এই দুর্ভোগ রাজস্থানের রাজধানী জয়পুর শহরেও। শুক্রবার রাত থেকে নাগাড়ে বৃষ্টিতে জল থইথই ‘গোলাপি শহর’। জলের তলায় বিভিন্ন দোকান। জলমগ্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি রাস্তা।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার গভীর রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে জয়পুরের বিভিন্ন এলাকা জলের তলায়। পারাকোড বাজারও জলমগ্ন হয়ে পড়েছে। ফলে সমস্যায় পড়েছেন ক্রেতা এবং বিক্রেতারা। সিকার রোডও জলমগ্ন। জয়পুরের বিভিন্ন রাস্তায় হাঁটুসমান জল। যার ফলে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

Advertisement

চলতি বছরে বর্ষায় দুর্ভোগে পড়েছে দেশের বেশ কয়েকটি রাজ্য। কিছু দিন আগে যমুনা নদীর জলে প্লাবিত হয়েছিল দিল্লির বিস্তীর্ণ এলাকা। যমুনার জল ছুঁয়েছিল লালকেল্লার দেওয়াল। বৃষ্টিতে সম্প্রতি বিপর্যস্ত মহারাষ্ট্রের বেশ কিছু এলাকা। দুর্যোগ চলছে হিমাচল প্রদেশেও। উত্তরাখণ্ডেও শুক্রবার থেকে ভারী বৃষ্টির কারণে আবার ধস নেমেছে। চামোলি জেলায় বদ্রীনাথ জাতীয় সড়কের একাংশ ভেসে গিয়েছে। দক্ষিণ ভারতে তেলঙ্গানার হালও খারাপ। সে রাজ্যেরও বিভিন্ন এলাকা প্লাবিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement