Manohar Lal Khattar

এমএসপি না মিললে রাজনীতি ছাড়ব: খট্টর

নরেন্দ্র মোদী সরকারের তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পঞ্জাব-হরিয়ানার কৃষকেরা যে ভাবে রাস্তায় নেমেছেন, তাতে প্রবল চাপের মধ্যে রয়েছেন খট্টর-চৌটালা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ০৪:২৭
Share:

ছবি: সংগৃহীত।

হরিয়ানার পুরভোটে বিপর্যয়ের পরে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়ে দিলেন, কৃষকদের ফসলের ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি) নিশ্চিত না করতে পারলে রাজনীতিই ছেড়ে দেবেন তিনি। হরিয়ানায় বিজেপির অন্যতম শরিক দুষ্যন্ত চৌটালাও ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমএসপি নিশ্চিত করতে সক্রিয় হবেন তিনি। না হলে পদ ছাড়বেন।। কিন্তু পুরভোটে উপমুখ্যমন্ত্রীর সেই আশ্বাস কাজে আসেনি। ভোটে বিজেপির মতোই ধাক্কা খেয়েছে জননায়ক জনতা পার্টি (জেজেপি)।

Advertisement

নরেন্দ্র মোদী সরকারের তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পঞ্জাব-হরিয়ানার কৃষকেরা যে ভাবে রাস্তায় নেমেছেন, তাতে প্রবল চাপের মধ্যে রয়েছেন খট্টর-চৌটালা। পুরভোটে সেই আঁচও পেয়ে গিয়েছে শাসক জোট। হরিয়ানার পাঁচটি কর্পোরেশনের তিনটিতেই হারতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে গত কাল খট্টর বলেছেন, ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের ব্যবস্থা না করতে পারলে রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। খট্টরের মন্তব্য, ‘‘হরিয়ানায় ফসলের এমএসপি নিয়ে আমরা দায়বদ্ধ। এই প্রক্রিয়া কেউ শেষ করে দিতে চাইলে রাজনীতিই ছেড়ে দেব।’’ মোদী সরকারের কৃষি আইন নিয়ে প্রতিবাদের সময়ে এমএসপি নিয়ে তাঁদের দুশ্চিন্তার কথাই সামনে নিয়ে এসেছেন কৃষক সংগঠনের নেতারা। এই আশঙ্কা যে শাসক দলের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে, হরিয়ানার মুখ্যমন্ত্রীর কথাতে তা স্পষ্ট হয়ে উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement