বিরোধীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন খোদ দেশের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে চিঠি লিখে এই নিয়ে নালিশ জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
কর্নাটকের ভোট প্রচারে গিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরের মত আক্রমণ করছিলেন কংগ্রেসকে। হুবলির একটি সভায় তিনি বলেন, ‘‘কংগ্রেসের মা ও ছেলে ৫ হাজার কোটি টাকার দুর্নীতিতে জামিনে ছাড়া পেয়ে আছেন, আর তাঁরা আমাকে প্রশ্ন করছেন? কংগ্রেস নেতারা কান খুলে শুনে নিন, যদি সীমা পার করেন, এর নাম মোদী, ঠেলা সামলাতে হবে (লেনে কে দেনে পড় যায়েঙ্গে)।’’
দেশের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ভিডিয়োটিও আজ রাষ্ট্রপতিকে চিঠির সঙ্গে পাঠানো হয়। মনমোহনের চিঠিতে কংগ্রেসের অন্য শীর্ষ নেতারাও স্বাক্ষর করেন। তাতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্যটিও মোদীকে স্মরণ করিয়ে দেওয়া হয়। কংগ্রেস নেতাদের দাবি, প্রধানমন্ত্রী পদের একটি সাংবিধানিক দায়িত্ব ও মর্যাদা থাকে। তিনি দেশের সকলের প্রধানমন্ত্রী। প্রকাশ্য মঞ্চে বিরোধীদের খোলা হুমকি আসলে প্রধানমন্ত্রী পদের স্তরকেই নীচে নিয়ে যায়। সিপিএমের সীতারাম ইয়েচুরিও বলেন, ‘‘প্রধানমন্ত্রী শুধু বিজেপি-আরএসএসের নন, তিনি সকলের।’’
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘আসলে বিরোধীদের বিরুদ্ধে নানা ভাবে বদলা নিচ্ছেন প্রধানমন্ত্রী। সিবিআই, এনআইএ, আইবি-র মতো সংস্থার অপব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছেন তিনি।’’
প্রশ্ন হল, কর্নাটকের ফল প্রকাশের ঠিক এক দিন আগে এই চিঠি লেখা হল কেন?
কংগ্রেস নেতারা জানাচ্ছেন, বিষয়টি যাতে সঠিক ভাবে পেশ করা যায় সে জন্যই। ভোট চলার সময় এই চিঠি লিখলে বিজেপি অভিযোগ করত, হারের ভয়ে এমন পদক্ষেপ করছে কংগ্রেস। আগামিকাল ভোটের ফল আসার পর চিঠি লিখলেও সমালোচনা হত।