প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।- সংগৃহীত।
মুডি’জ রেটিংয়ে ভারতের মান বাড়ায় আহ্লাদে আট খানা হওয়ার কোনও কারণ দেখছেন না পূর্বতন প্রধানমন্ত্রী বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিংহ।
শনিবার এর্নাকুলামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনমোহন বলেছেন, ‘‘মুডি’জ যা করেছে, ওরা সেটাই করে থাকে। তাতে আমি খুশি। তবে ওই রেটিংয়ে ভারতের মান চড়েছে বলে দেশের অর্থনীতি অন্ধকার দশা থেকে বেরিয়ে এসেছে, এমনটা ভেবে আহ্লাদে আট খানা হওয়ার কোনও কারণ নেই।’’
মার্কিন রেটিং সংস্থা মুডি ভারতের অর্থনৈতিক অবস্থার হাল বোঝাতে সম্প্রতি ‘বিএএ২’ রেটিং করেছে। যা তাদের আগের রেটিংয়ের (‘বিএএ৩’) চেয়ে অনেকটাই ভাল। ওই রেটিংয়ের অর্থ, ভারতের অর্থনৈতিক সংস্কারের গতি এখন এতটাই যে তা দেশের আন্তর্জাতিক ঋণের পরিমাণ আর তেমন বাড়তে দেবে না। বরং আন্তর্জাতিক ঋণের পরিমাণকে একই জায়গায় রাখবে।
আরও পড়ুন- ভারত-চিন সীমান্ত বৈঠক হল, ডোকলামের পর এই প্রথম
আরও পড়ুন- জিম্বাবোয়েতে সেনা অভ্যুত্থানের পিছনেও কি চিনের হাত?
এর্নাকুলামে ‘ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া: পলিসি পারস্পেকটিভস’ শীর্ষক একটি সেমিনারের ফাঁকে এ কথা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই সেমিনারের আয়োজক সেন্ট টেরেসা কলেজের অর্থনীতি বিভাগ।
মনমোহনের কথায়, ‘‘সরকারকে (কেন্দ্র) সেই দিশা দেখাতে হবে যাতে ভারতের জিডিপি’র হার ৮ থেকে ১০ শতাংশে পৌঁছয়।’’
মুডি’জ রেটিংয়ে ‘আহ্লাদিত’ কেন্দ্রকে যে কিছু দিনের মধ্যেই অপরিসোধিত তেলের দাম বৃদ্ধি নিয়ে চিন্তায় পড়তে হবে, সেই হুঁশিয়ারিও দিয়েছেন মনমোহন।
তাঁর কথায়, ‘‘কয়েক মাস আগেও অপরিশোধিত তেলের দাম ছিল ৪০ থেকে ৪৫ মার্কিন ডলার, ব্যারেল পিছু। সেটা এখন হয়েছে ৬২ থেকে ৬৪ মার্কিন ডলার। এর প্রভাব পড়বে রাজস্ব ঘাটতির পরিমাণে। এটা আমাদের আর্থিক পরিকল্পনাকেও ধাক্কা দিতে পারে।’’
বার বার জিএসটি’র হার বদলানোর বিষয়টি নিয়েও এ দিন মুখ খুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন বলেছেন, ‘‘এই তো সবে চালু হল জিএসটি। এর মধ্যেই এত বার যে তার হার বদলেছে, তাতেই প্রমাণিত, খুব একটা চিন্তাভাবনা করে জিএসটি চালু হয়নি।’’