প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ছবি- সংগৃহীত।
জিএসটি আর নোটবন্দির ফলে ভারতের কোনও উপকার হয়নি। লাভটা হয়েছে চিনের!
মন্তব্যটা পূর্বতন প্রধানমন্ত্রী বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিংহের। শনিবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের সুরাটে ব্যবসায়ীদের একটি সভায় এ দিন তাঁর পূর্বসূরী মনমোহন বলেছেন, ‘‘নোটবন্দি আর জিএসটি, এই জোড়া ধাক্কায় দেশ দারুণ বিপর্যয়ের মধ্যে পড়েছে। বরং লাভটা হয়েছে চিনের।’’
তবে অর্থনীতির প্রশ্নে তাঁর ও প্রধানমন্ত্রী মোদীর জমানার মধ্যে কোনও তুলনা টানতে রাজি হননি প্রাক্তন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- এয়ার ইন্ডিয়া হাতে নিতে আগ্রহী টাটারা
আরও পড়ুন- ঘাটতি নিয়ে জারি উদ্বেগ, দু’দিনে সূচক পড়ল ৭৭০
তবে নোটবন্দির পর গোটা দেশ যখন হাঁসফাঁস করছে, তখন ‘বোঝার ওপর শাকের আঁটি’ হিসেবে জিএসটি চালুর সিদ্ধান্ত নেওয়াটা যে মোটেই ঠিক হয়নি, তাও মনে করিয়ে দিয়েছেন মনমোহন। তাঁর কথায়, ‘‘নোটবন্দির মতো একটা ঐতিহাসিক ভুল থেকেও কোনও শিক্ষা নেওয়া হল না। সংসদে বার বার অনুরোধ করেছিলাম, এটা করবেন না। তার পরেও গরীব মানুষ, মধ্যবিত্ত, কৃষক আর মাঝারি ব্যবসায়ীদের রেহাই না দিয়ে জিএসটির বোঝা চাপিয়ে দেওয়া হল।’’