Manipur Unrest

মণিপুরে গ্রেফতার ২৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, সঙ্গে অসমের আধার কার্ড, দাবি মুখ্যমন্ত্রী বীরেনের

মণিপুর সরকারের যে আধিকারিক ওই ২৯ জনকে ইনারলাইন পারমিট করিয়ে দিয়েছিলেন, তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান বীরেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ২৩:২৪
Share:

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। —ফাইল চিত্র।

ইনার লাইন পারমিট বিধি উপেক্ষা করে অসম থেকে মণিপুরে ঢোকার জন্য ২৯ জনকে আটক করা হয়েছে। সোমবার এ কথা জানিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহের দাবি, ধৃতেরা বাংলাদেশি অনুপ্রবেশকারী।

Advertisement

ধৃতদের প্রত্যেকের কাছেই অসমে তৈরি আধার কার্ড মিলেছে বলেছে দাবি করেন বীরেন। তিনি বলেন, ‘‘কোন নথিপত্রের সাহায্যে আধার বানানো হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’’ সেই সঙ্গে জানান, ইম্ফল পশ্চিম জেলার মায়াং ইম্ফল বেঙ্গাও এলাকায় একটি বেকারিতে ওই আধার কার্ড দেখিয়ে কাজ পেয়েছিলেন ধৃত বাংলাদেশিরা।’’

মণিপুর সরকারের যে আধিকারিক ওই ২৯ জনকে ইনারলাইন পারমিট করিয়ে দিয়েছিলেন, তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান বীরেন। তাঁর মন্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার জন্য ইনারলাইন পারমিট চালু করেছিল। ‌এর কোনও অপব্যবহার বরদাস্ত করা হবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement