National News

‘অভব্যতা’, সরছে আসাম রাইফেলসের প্রহরা

চেক পোস্টে থাকা আসাম রাইফেলসের বিরুদ্ধে এমন অভিযোগকে গুরুতর বলেই মনে করছে মণিপুর মন্ত্রিসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০২:৩০
Share:

—ফাইল চিত্র।

আসাম রাইফেলসের জওয়ানদের হাতে মহিলা আইপিএসের হেনস্থার অভিযোগ ওঠায় মণিপুরের জাতীয় সড়কে থাকা চেক পোস্টগুলি থেকে আসাম রাইফেলসের প্রহরা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল মণিপুর মন্ত্রিসভা। ১৯ জানুয়ারি মোরে সীমান্ত থেকে ফেরার সময় ইয়ারিপোকের এসডিপিও অনুপম ও তাঁর রক্ষীদের সঙ্গে খুদেংথাবি চেকপোস্টে প্রহরারত আসাম রাইফেলসের জওয়ানরা অভব্যতা করেন বলে পুলিশ ও মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেছেন অনুপম। আসাম রাইফেলস পাল্টা অভিযোগ করে, অনুপমরাই বেআইনি ভাবে মায়ানমারে ঢুকেছিলেন, গাড়িও তল্লাশি করতে দেননি এবং জওয়ানদের সঙ্গে অশালীন ব্যবহার করেছেন।

Advertisement

বিষয়টি নিয়ে তদন্ত চললেও চেক পোস্টে থাকা আসাম রাইফেলসের বিরুদ্ধে এমন অভিযোগকে গুরুতর বলেই মনে করছে মণিপুর মন্ত্রিসভা। সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে রাজ্যে সমস্ত জাতীয় সড়কে চেক পোস্টগুলির ভার থাকবে রাজ্য পুলিশের হাতে। সেখানে আসাম রাইফেলসের থাকার প্রয়োজন নেই। সরকারের মুখপাত্র টি রাধেশ্যাম জানান, বিষয়টি নিয়ে মুখ্যসচিব আসাম রাইফেলসের ডিজির সঙ্গে কথা বলবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement