পাচার হয়েছে এমন মানুষকে আর জেলে পাঠানো হবে না। মানুষ পাচার বিলের প্রকাশিত প্রথম খসড়ায় সোমবার এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গাঁধী। বর্তমান আইন অনুযায়ী, পাচারকারী ও পাচার হওয়া ব্যক্তি-দু’জনেই সমান দোষী। তবে নতুন প্রস্তাবিত বিল অনুযায়ী, ছাড় দেওয়া হয়েছে পাচার হওয়া ব্যক্তিকে। জেলে পাঠানোর বদলে তার জীবন পরিবর্তনের চেষ্টা করা হবে বলে জানান মেনকা। আগামী এক মাস পর্যন্ত এই খসড়া মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের ওয়েবসাইটে থাকবে বলে জানান তিনি। স্বেচ্ছাসেবী সংস্থা-সহ সাধারণ মানুষ চাইলে এই খসড়া সম্পর্কে তাদের মত জানাতে পারবেন ওয়েবসাইটে।