Delhi Triple Murder

ঘরে পড়ে একই পরিবারের তিন জনের দেহ, রক্তে ভাসছিল মেঝে! দিল্লিতে বাবা-মা-কন্যার রহস্যমৃত্যু

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। তারা এসে দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তকারীদের দাবি, চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৫
Share:

(বাঁ দিকে) ঘটনাস্থলে দিল্লি পুলিশ এবং মৃত একই পরিবারের তিন জন। ছবি: সংগৃহীত।

একই পরিবারের তিন জনকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। দক্ষিণ দিল্লির নেব সরাইয়ের একটি ঘর থেকে বাবা, মা এবং কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা বুধবার সকালে বাড়িতে ঢুকে তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। কী কারণে এমন ঘটনা ঘটল, তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন রাজেশ (৫৩), তাঁর স্ত্রী কোমল (৪৭) এবং তাঁদের ২৩ বছরের কন্যা কবিতা। বুধবার ভোর ৫টা নাগাদ তাঁদের পুত্র প্রতি দিনের মতো প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন দরজা খোলা। ঘরের ভিতরে তাকাতেই শিউরে ওঠেন তিনি। রাজেশের পুত্রের দাবি, তিনি দেখেন, বাবা, মা এবং বোন রক্তাক্ত অবস্থায় মেঝেয় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। খবর দেওয়া হয় পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। তারা এসে দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তকারীদের অনুমান, চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়নি। কারণ কোনও জিনিস চুরি বা লুটের প্রমাণ মেলেনি।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই-কে এক প্রতিবেশী বলেন, ‘‘ওই বাড়ির ছেলের চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছই। সেখানে গিয়ে দেখি ঘরের মধ্যে তিন জনের দেহ পড়ে রয়েছে। আর চারপাশ ভেসে যাচ্ছে রক্তে।’’ বুধবারই ছিল রাজেশ-কোমলের বিবাহবার্ষিকী। তাঁদের পুত্রের কথায়, ‘‘আমি প্রাতর্ভ্রমণ থেকে ফিরে বাবা-মাকে শুভেচ্ছা জানাব ভেবেছিলাম। কিন্তু তা আর হল না।’’ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement