National News

বিজেপি বলেছিল ‘শহিদ’, তিনি ইন্টারভিউ দিলেন!

গত বছর সেপ্টেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে উদুপির সাংসদ শোভা করন্ডলাজে তাদের খুন হওয়া কর্মীদের যে তালিকা পাঠিয়েছিলেন সেখানে পূজারিকে রাখা হয়েছিল। পূজারির দাবি, পরে অবশ্য সেই বিধায়কই তাঁকে ফোন করে জানিয়েছিলেন যে, তালিকায় তাঁর নামটা ভুলবশত চলে গিয়ে‌ছে।

Advertisement

সংবাদ সংস্থা

কর্নাটক শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ১১:৪২
Share:

অশোক পূজারি।

তিনি বেঁচে থেকেও সকলের চোখে মৃত! সৌজন্যে বিজেপির প্রকাশিত মৃত দলীয় কর্মীদের একটি তালিকা।

Advertisement

তিনি অশোক পূজারি। কর্নাটকের উদুপির বাসিন্দা। বজরং দলের এক জন কর্মী। যিনি এখন বেঁচে থেকেও মৃত।

গত বছর সেপ্টেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে উদুপির সাংসদ শোভা করন্ডলাজে তাদের খুন হওয়া কর্মীদের যে তালিকা পাঠিয়েছিলেন সেখানে পূজারিকে রাখা হয়েছিল। পূজারির দাবি, পরে অবশ্য সেই বিধায়কই তাঁকে ফোন করে জানিয়েছিলেন যে, তালিকায় তাঁর নামটা ভুলবশত চলে গিয়ে‌ছে।

Advertisement

আরও পড়ুন: মায়া-অখিলেশ জোট এ বারও, বেসুরো অজিত

সামনেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন। কংগ্রেস-বিজেপির জোর প্রচারপর্ব চলছে। কার জমানায় কী হয়েছে তা নিয়ে হিসেব কষে প্রচারে কাজে লাগাচ্ছে যুযুধান দু’পক্ষই। গত পাচঁ বছরে কংগ্রেস জমানায় তাদের ২৩ জন কর্মী খুন হয়েছেন, প্রচারে এমনই দাবি করছে বিজেপি। সে রাজ্যে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন, “আমাদের দু’ডজনেরও বেশি কর্মী খুন হয়েছেন।”

সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি তা হল, খুন হওয়া যে ২৩ জন কর্মীর কথা প্রচারে বলা হয়েছে, সেই তালিকার শীর্ষে যাঁর নাম আছে তিনি অশোক পূজারি। সম্প্রতি তাঁকে এক সংবাদমাধ্যমে সাক্ষাত্কারেও দেখা গিয়েছে!

কী বললেন তিনি?

পূজারির কথায়, হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে জড়িয়ে থাকার সুবাদে তাঁর উপর হামলা চালায় ছয় দুষ্কৃতী। ২০১৫ সালের ঘটনা। পেশায় একজন ড্রামবাদক তিনি। বিয়েবাড়িতে ড্রাম বাজান। কাজ থেকে বাড়ি ফেরার সময় প্রাণঘাতী হামলা হয় তাঁর উপর। ১৫ দিন আইসিইউ-তে থাকার পর বেঁচে ফেরেন। সবাই ভেবে নিয়েছিলেন তিনি মারা গিয়েছেন। অশোক বলেন, “ঈশ্বরের অশেষ কৃপা যে আমি জীবিত।”

যে ব্যক্তিকে মৃত বলে দেখানো হয়েছে, সেই ব্যক্তিই আবার সাক্ষাত্কার দিচ্ছেন! এই বিষয়টাকেই হাতিয়ার করে ভোট ময়দানে নেমে পড়েছে কংগ্রেস। বিজেপি ভুয়ো তথ্য দিচ্ছে, এমন অভিযোগ তুলেছে তারা। পাশাপাশি তারা এমন অভিযোগও তুলেছে, এক জন ব্যক্তি জীবিত থাকা সত্ত্বেও কী ভাবে তাঁকে নিহত কর্মীদের তালিকায় অন্তর্ভুক্ত করল বিজেপি!

আরও পড়ুন: শ্রীনগরে জঙ্গি-নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ, চলছে গুলির লড়াই

যদিও বিজেপি এই অভিযোগকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের ম্যাঙ্গালুরুর জেলা সভাপতি জগদীশ সেনাভা এনডিটিভি-কে জানিয়েছেন, বিজেপি ভুয়ো দাবি করবে না। যদি এমন কোনও নাম তালিকায় থাকে, সেটা সংশোধন করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement