চিঠি, এসএমএস, খবরের কাগজে বিজ্ঞাপনের পর এ বার তালাক হোয়াটস অ্যাপ-এ। হোয়াটস অ্যাপে স্ত্রীকে তিন-তালাক লিখে পাঠানোর অভিযোগ উঠল হায়দরাবাদের এক ব্যক্তির বিরুদ্ধে। স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন বদর ইব্রাহিম নামে ওই মহিলা। পুলিশকে তিনি জানান, গত বছর ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর কাজের সূত্রে সৌদি আরবে চলে যান তাঁর স্বামী, তথ্যপ্রযুক্তি কর্মী মুদাসির আহমেদ খান। মহিলার দাবি, সেপ্টেম্বরের পর ফোনেও যোগাযোগ রাখেননি মুদাসির। শ্বশুরবাড়ির লোকেরাও মহিলার সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করেন। শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ, তিনি বদরকে জানান, তাঁদের বিয়েটা ভুল ছিল। তাঁর ছেলে বিচ্ছেদ চায়। কয়েক দিন পরই বদরের বাড়িতে তালাক-নামা পৌঁছয়। সঙ্গে হোয়াটস অ্যাপে স্বামীর বার্তা।