Trampled to Death

জঙ্গলে শৌচকর্মে গিয়েছিলেন, ঝাড়খণ্ডে যুবককে পিষে দিল এক দল বুনো হাতি

মাসকয়েক আগে মারা গিয়েছেন সন্তোষের বাবা। তিনি পরিবারে একমাত্র রোজগেরে। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১৮:৪৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

জঙ্গলে শৌচকর্ম করতে গিয়েছিলেন যুবক। পিষে দিল বুনো হাতির দল। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘটনা। যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্তোষ মুণ্ডা। বয়স ২৬ বছর। ঘাটশিলা ডিভিশনের চাকুলিয়া জঙ্গল রেঞ্জের সুনসুনিয়া গ্রামের বাসিন্দা তিনি। গ্রামের কাছে জঙ্গলে শনিবার রাতে শৌচকর্ম করতে গিয়েছিলেন তিনি। তখনই সেখানে আসে এক দল বুনো হাতি। তাদের ছুটে আসতে দেখে পালানোর চেষ্টা করেছিলেন সন্তোষ। কিন্তু শেষরক্ষা হয়নি। হাতিগুলি তাঁকে পিষে দেয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। যদিও শেষরক্ষা হয়নি।

মাসকয়েক আগে মারা গিয়েছেন সন্তোষের বাবা। তিনি পরিবারে একমাত্র রোজগেরে। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশপাশের এলাকায় ফসল নষ্ট করেছে হাতিগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement