বিবেক এবং তাঁর স্ত্রী। ছবি: সংগৃহীত।
নিজের বিয়ের পৌরহিত্য করলেন নিজেই। যুবকের এমন কাণ্ড দেখে হুলস্থুল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। আর অভিনব এই বিয়েকে নিয়ে চর্চাও তুঙ্গে। সাহারানপুরের ঘটনা।
বিয়েতে অতিথিরা হাজির। হাজির কনেপক্ষও। কিন্তু বিয়ে করাবেন কে? পুরোহিত কোথায়? আত্মীয়স্বজনদের মধ্যে এ নিয়ে যখন গুঞ্জন চলছে, যুবক নিজেই পুরোহিত হলেন। নিজেকেই বিয়ে দিলেন। যুবকের এমন কাণ্ডে হতবাক সবাই।
জানা গিয়েছে, সাহারানপুরের রামপুর এলাকার বাসিন্দা প্রবীণ কুমারের পুত্র বিবেকের বিয়ে ছিল। হরিদ্বারের বাহাদুরপুর গ্রামে বিয়ে করতে গিয়েছিলেন তিনি। বিয়ের প্রাথমিক আচার-রীতিও পালন হয়। ছাঁদনাতলায় বসেন বর-কনে। তার পরই নাটকীয় ঘটনা। সবাইকে চমকে দিয়ে নিজেই বিয়ের পুরোহিতের দায়িত্ব নেন বিবেক। বিয়ের মন্ত্র পড়েন। উপস্থিত আত্মীয়দের উদ্দেশে ঘোষণা করেন, তিনি নিজেই নিজের বিয়ের পৌরোহিত্য করবেন।
বিবেকের এমন ঘোষণায় হতবাক হয়ে যান আত্মীয়স্বজন। একেবারে পেশাদার পুরোহিতের মতো মন্ত্রোচ্চারণ করেন। পুরোহিত যে ভাবে বিয়ে দেওয়ান, ঠিক সেই ভাবেই সমস্ত আচার-রীতি মেনে নিজের বিয়ে নিজেই দিয়েছেন যুবক। আর এই অভিনব বিয়ে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে গোটা সাহারানপুরে।