স্বামী-স্ত্রীর মধ্যে বচসার মাঝেই হামলা। প্রতীকী ছবি।
স্ত্রীর সঙ্গে ঝগড়ার মাঝে আচমকাই তাঁর ঠোঁট কামড়ে ধরলেন স্বামী। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, মহিলার ঠোঁটে ১৬টি সেলাই পড়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়।
পুলিশ জানিয়েছে, মহিলার ঠোঁট থেকে প্রচুর রক্তপাত হওয়ায় কথা বলার মতো অবস্থায় ছিলেন না। তাই কাগজে লিখে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন তিনি। সেইসঙ্গে স্বামী, দেওর এবং শাশুড়ির বিরুদ্ধে মারধর, হেনস্থার অভিযোগ তুলেছেন।
নাগলা বুচান এলাকার বাসিন্দা ওই মহিলা। তাঁর অভিযোগ, শুক্রবার বিকেলে বাড়িতে কাজ করছিলেন। কাজ থেকে স্বামী বাড়ি ফিরে তাঁর সঙ্গে তর্ক জুড়ে দেন কোনও কারণ ছাড়াই। স্বামীকে শান্ত করার চেষ্টা করেন মহিলা। অভিযোগ, তখন তাঁকে মারধর শুরু করেন স্বামী। সেই সময় আচমকাই স্ত্রীর ঠোঁট কামড়ে ধরেন ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় শাশুড়ির কাছে ছুটে যান মহিলা। সেখানে তাঁর দেওরও ছিলেন। তাঁদের কাছে বিষয়টি বলার পরেও এগিয়ে আসেননি। বরং তাঁরাও মহিলাকে মারধর করেন বলে অভিযোগ।
শাশুড়ি এবং দেওরের কাছ থেকে কোনও সাহায্য না পেয়ে বাপেরবাড়িতে ফোন করেন মহিলা। তার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের করা হয়।