চিকিৎসককে কাস্তে দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা। —ছবি: সংগৃহীত।
এক বার নয়, রাগ মেটাতে হাসপাতালের মধ্যেই কাস্তে দিয়ে পর পর ১৮ বার চিকিৎসককে খুনের চেষ্টায় গ্রেফতার তরুণ। ঘটনাটি মহারাষ্ট্রের নাসিকের পঞ্চবটী এলাকার একটি হাসপাতালে ঘটে। ৪৮ বছর বয়সি ওই চিকিৎসকের নাম কৈলাস রথি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
পিটিআই সূত্রে খবর, শুক্রবার রাতে হাসপাতালে নিজের ঘরে ছিলেন কৈলাস। ফোনে কথা বলার কারণে অন্যমনস্ক ছিলেন তিনি। হঠাৎ ঘরে ঢুকে তাঁর উপর হামলা চালান এক তরুণ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হাতে কাস্তে নিয়ে কৈলাসের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। চিকিৎসকের মুখে এবং গলায় কাস্তে দিয়ে পর পর ১৮ বার আঘাত করেন। চিকিৎসকের শরীর স্থির হয়ে গেলে কাস্তে দিয়ে কোপানো বন্ধ করে দেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, নাসিকের এই হাসপাতালে ডিরেক্টর পদে রয়েছেন কৈলাস। কয়েক বছর আগে কৈলাসের হাসপাতালে কাজ করতেন এক মহিলা কর্মী। অভিযোগ, ছ’লক্ষ টাকা ধার নিয়ে উধাও হয়ে যান ওই মহিলা। বছর কয়েক পর আবার ওই হাসপাতালে কাজ শুরু করেন তিনি। আবার ১২ লক্ষ টাকা ধার করেন তিনি। টাকা শোধ না করায় মহিলার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন চিকিৎসক। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে রাগের বশে চিকিৎসককে খুনের চেষ্টা করেন মহিলার স্বামী। অভিযোগ, কাস্তে দিয়ে পর পর ১৮ বার কুপিয়ে কৈলাসকে খুনের চেষ্টা করেন তিনি।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় কৈলাসকে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা। ঘটনার তদন্তে নেমে মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।