Crime

টাকা নিয়ে গোলমালের জেরে গলার নলি কেটে বন্ধুকে খুন! গ্রেফতার অভিযুক্ত

টাকা নিয়ে গোলমালের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তাঁরই বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৬
Share:

খুনের অভিযোগে ধৃতকে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রতীকী ছবি।

টাকা নিয়ে গোলমালের জেরে বন্ধুর গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণে এলাকার। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম বিপিন ভিসারিয়া (৪২)। তাঁর কাঠের ব্যবসা ছিল। রক্ষিত পাখারে নামে এক ৪৯ বছর বয়সি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ছিল বিপিনের। টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে গোলমাল হয়েছিল। তার জেরেই ভাঙা কাচের বোতল দিয়ে বিপিনের গলার নলি কেটে খুন করেন বলে অভিযোগ উঠেছে রক্ষিতের বিরুদ্ধে। খুনের পরই চম্পট দেন অভিযুক্ত।

Advertisement

পরে বিপিনের দেহ উদ্ধার করে পুলিশ। এর পরই তদন্ত শুরু করা হয়। ময়নাতদন্ত করা হয় মৃতদেহের। রাবোদি থানায় খুনের মামলা রুজু করা হয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। ধৃতকে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement