কুয়ো থেকে পাঁচ জনের দেহ উদ্ধার। প্রতিনিধিত্বমূলক ছবি।
পারিবারিক বিবাদের পর কুয়োয় ঝাঁপ দিলেন এক যুবক। তাঁকে বাঁচাতে পরিবারের চার সদস্যও কুয়োয় লাফ মারেন। কিন্তু শেষমেশ কাউকেই বাঁচানো যায়নি। পাঁচ জনেরই দেহ উদ্ধার করে পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার ছাড়হিতে।
পুলিশ জানিয়েছে, স্ত্রীর সঙ্গে অশান্তি হয়েছিল সুন্দর কারমালি নামে ওই যুবকের। কথা কাটাকাটির সময়ে আচমকাই বাইক নিয়ে কুয়োয় ঝাঁপ দেন সুন্দর। অশান্তির সময়ে বাড়িতে পরিবারের আরও সদস্য হাজির ছিলেন। সুন্দর কুয়োয় ঝাঁপ মারতেই তাঁকে বাঁচাতে পরিবারের আরও চার সদস্য লাফ মারেন। কিন্তু সকলেরই কুয়োর জলে ডুবে মৃত্যু হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আসে। দমকলকেও খবর দেওয়া হয়। পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন। বিষ্ণুগড়ের মহকুমা পুলিশ আধিকারিক বিএন প্রসাদ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সুন্দর ছাড়াও মৃত্যু হয়েছে রাহুল কারমালি (২৬), বিনয় কারমালি, পঙ্কজ কারমালি এবং সুরজ ভুঁইঞা (২৪)। ঘটনার পরই পুলিশ কুয়োর মুখ বন্ধ করে দেয়। একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।