Theft in Kerala

বিয়ে বাড়িতে গিয়েছিলেন ব্যবসায়ী, সিঁদ কেটে ঘরে ঢুকে এক কোটি টাকা চুরি প্রতিবেশীর!

পুলিশের অনুমান ছিল, আশরফের পরিবারের পরিচিত কেউ বাড়িতে ঢুকে চুরি করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধান শুরু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৬:১৩
Share:

বাড়িতে ফিরে এসে চুরির বিষয়টি জানতে পারেন কেরলের ব্যবসায়ী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়িতে তালা দিয়ে সপরিবার বিয়ের নিমন্ত্রণরক্ষা করতে গিয়েছিলেন ব্যবসায়ী। সেই সুযোগে বাড়িতে ঢুকে নগদ এক কোটি টাকা, গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। কেরলের কান্নুর জেলার ঘটনা। বিজেশ নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

কান্নুরে ওই ব্যবসায়ী যে এলাকায় থাকেন, সেখানেই বাড়ি অভিযুক্ত বিজেশের। তাঁর বয়স ৩০ বছর। তিনি পেশায় ঝালাইকর্মী। বিজেশের বাড়িতে খাটের নীচ থেকে ওই টাকা এবং গয়না উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে চুরির কিনারা হয়েছে। গত ১৯ নভেম্বর পরিবার-সহ মাদুরাইয়ে বিয়েবাড়ি গিয়েছিলেন চাল ব্যবসায়ী আশরফ। ২৪ নভেম্বর বাড়িতে ফিরে এসে চুরির বিষয়টি জানতে পারেন। পুলিশে অভিযোগ দায়ের হয়। পরিবারের দাবি, টাকা এবং গয়না একটি ঘরের আলমারিতে রাখা ছিল। সেই আলমারির চাবি ছিল পাশের ঘরে। সেখান থেকে চুরি করা হয় চাবি। পুলিশের অনুমান ছিল, আশরফের পরিবারের পরিচিত কেউ বাড়িতে ঢুকে চুরি করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধান শুরু হয়। শেষ পর্যন্ত তাঁকে মেলে। পুলিশের ধারণা, রান্নাঘরের জানলার সিঁদ কেটে বাড়িতে প্রবেশ করে চুরি করেন বিজেশ।

Advertisement

সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, কেরলে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে এই সংক্রান্ত ১৯২টি মামলা দায়ের হয়েছিল। ২০২৩ সালে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১,৩২৫।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement