Extra Marital Relation

‘স্ত্রীর ৩-৪ জন প্রেমিক! মুস্কানের মতোই সে আমাকে খুন করতে পারে’, গ্বালিয়রের রাস্তায় বিক্ষোভ স্বামীর

যুবকের দাবি, থানায় জানিয়েও লাভ হয়নি। পুলিশ যদিও জানিয়েছে, সরকারি ভাবে কোনও অভিযোগ তারা পায়নি। পেলে অবশ্যই তদন্ত করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৮:৪০
Share:
স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যুবকের।

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যুবকের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মেরঠের মুস্কান রস্তোগীর মতো তাঁর স্ত্রীও খুন করার ছক কষছেন তাঁকে! এক জন নয়, তাঁর স্ত্রীর তিন থেকে চার জন প্রেমিক রয়েছেন। তাঁদের সঙ্গে মিলেই খুনের ছক কষছেন স্ত্রী। এমনটাই অভিযোগ নিয়ে গ্বালিয়রের রাস্তায় বিক্ষোভ দেখালেন ৩৮ বছরের যুবক অমিতকুমার সেন। তাঁর দাবি, থানায় জানিয়েও লাভ হয়নি। পুলিশ যদিও জানিয়েছে, সরকারি ভাবে কোনও অভিযোগ তারা পায়নি। পেলে অবশ্যই তদন্ত করা হবে।

Advertisement

অমিত গ্বালিয়রের জনকপুরীর বাসিন্দা। ফুলবাগে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করেন তিনি। তাঁর হাতে ছিল প্ল্যাকার্ড। সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে নিজের স্ত্রীকে গ্রেফতারির আর্জি জানান তিনি। অমিতের কথায়, ‘‘ও আমার সঙ্গে প্রতারণা করেছে। আমার পুত্রকে খুন করেছে। আমাকেও খুন করতে পারে। সম্প্রতি দেশে বিভিন্ন ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে স্ত্রী প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করেছেন। আমার স্ত্রীরও তিন-চার জন প্রেমিক রয়েছে।’’

অমিতের আরও দাবি, প্রেমিকের সঙ্গে মিলে তাঁদের বড় পুত্র হর্ষকে খুন করেছেন স্ত্রী। এখন রাহুল নামে এক যুবকের সঙ্গে থাকেন তিনি। তাঁদের সঙ্গে তাঁর ছোট পুত্রকে নিয়ে গিয়েছেন। অমিতের আশঙ্কা, যে কোনও সময় তাঁকেও খুন করবেন তাঁর স্ত্রী। অমিত দাবি করেছেন, বার বার পুলিশকে অভিযোগ করেছেন। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এই ঘটনায় পুলিশের পদক্ষেপ দাবি করে স্লোগানও দিয়েছেন তিনি। গোয়ালিয়র পুলিশের তরফে জানানো হয়েছে, সরকারি ভাবে অভিযোগ পেলে এই ঘটনায় অবশ্যই উপযুক্ত পদক্ষেপ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement