India-Pakistan Border Tension

শ্বশুরবাড়ি পাকিস্তানে, পাসপোর্ট ভারতের! সীমান্তে নাগরিকত্ব ‘জটে’ আটকে ওয়াশিন, ওয়াজিদারা

ভারত-পাকিস্তান কূটনৈতিক উত্তেজনার আবহে অটারী-ওয়াঘা সীমান্তের উভয় প্রান্তেই তৎপরতা শুরু হয়েছে। পাকিস্তান থেকে ভারতীয়েরা ফিরে আসছেন এ দেশে। ভারত থেকেও ফিরে যাচ্ছেন পাকিস্তানিরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৩:২১
Share:
পাকিস্তানি মুনাদি আহমেদের সঙ্গে তাঁর সদ্যবিবাহিত ভারতীয়  স্ত্রী জ়াকিয়া ফিরদৌস। অটারী সীমান্ত দিয়ে আহমেদ দেশ ছাড়ার আগের দৃশ্য।

পাকিস্তানি মুনাদি আহমেদের সঙ্গে তাঁর সদ্যবিবাহিত ভারতীয় স্ত্রী জ়াকিয়া ফিরদৌস। অটারী সীমান্ত দিয়ে আহমেদ দেশ ছাড়ার আগের দৃশ্য। ছবি: পিটিআই।

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে শুক্রবার পঞ্জাবের অমৃতসরের অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে ১৯১ জন পাকিস্তানি ভারত ছেড়েছেন। তবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে যেতে গিয়ে সমস্যায় পড়েছেন বেশ কয়েক জন ভারতীয় মহিলা। তাঁরা পাকিস্তানিদের বিয়ে করেছেন। সেখানেই সংসার রয়েছে তাঁদের। অথচ পাসপোর্ট রয়েছে ভারতের। এই জটিলতার কারণে শুক্রবার পর্যন্ত তাঁরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে যেতে পারেননি। উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানি নাগরিকেরা সীমান্ত পার করতে পারলেও, ভারতীয় পাসপোর্ট থাকার কারণে তাঁরা পাকিস্তানের শ্বশুরবাড়িতে ফিরতে পারছেন না বলে দাবি এই মহিলাদের।

Advertisement

অটারী-ওয়াঘা সীমান্তে আটকে পড়েছেন ৩৮ বছর বয়সি ওয়াশিন জাহাঙ্গির। সংবাদ মাধ্যম ‘হিন্দুস্তান টাইম্‌স’ জানিয়েছে, প্রায় এক মাস আগে হাঁপানির চিকিৎসার জন্য বোন এবং দুই বোনঝির সঙ্গে ভারতে এসেছিলেন তিনি। জাহাঙ্গির এবং তাঁর বোন উভয়েরই শ্বশুরবাড়ি করাচিতে। শুক্রবার নিজেরা সীমান্ত পার করতে না পারলেও, দুই কন্যাকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছেন তাঁরা। ওয়াশিন বলেন, “আমার স্বামী এবং দুই সন্তান সীমান্তের ও পারে অপেক্ষা করছেন। আমাকেও পাকিস্তানে অর্ধেক নাগরিকত্ব দেওয়া হয়ে গিয়েছে। আমার সব নথিপত্র রয়েছে। তা-ও আটকে গিয়েছি।”

পহেলগাঁওয়ে জঙ্গিহানা পরবর্তী সময়ে ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানিদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ২৭ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যাঁরা ‘মেডিক্যাল ভিসা’য় ভারতে এসেছেন তাঁদের ক্ষেত্রে ভিসা বাতিল হচ্ছে ২৯ এপ্রিল। ওয়াশিন জানান, এই পরিস্থিতিতে রাজস্থানের যোধপুর থেকে তড়িঘড়ি তাঁরা অটারী সীমান্তে এসে পৌঁছোন। তবে সীমান্তে এসে তাঁরা আটকে যান বলে দাবি ওয়াশিনের।

Advertisement

প্রায় বছর দশকের আগে পাকিস্তানে বিয়ে হয়ে গিয়েছে ওয়াজিদা খানের। তাঁর দুই সন্তান রয়েছে। এক জনের বয়স ৭ বছর, অন্য জনের ৮। সন্তানেরা পাকিস্তানের নাগরিক। কিন্তু ওয়াজিদা এখনও ভারতের নাগরিক। ভারতীয় পাসপোর্ট রয়েছে তাঁর কাছে। অটারী সীমান্ত থেকে দুই সন্তানকে পাকিস্তানে পাঠাতে পারলেও এ দেশে আটকে পড়েছেন ওয়াজিদা। সূত্রের খবর, একই পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তের ও পারেও। সেখানেও যাঁদের পাকিস্তানি পাসপোর্ট রয়েছে, তাঁদের ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement