iphone 15

আইফোন ১৫ কিনতে আমদাবাদ থেকে মুম্বই পাড়ি যুবকের, ১৭ ঘণ্টা ধরে লাইনেও দাঁড়ালেন

আইফোন ১৫ কিনতে মুম্বই পাড়ি দিয়েছেন আমদাবাদের এক যুবক। ইচ্ছে ছিল, ভারতের প্রথম অ্যাপ্‌ল স্টোর থেকে নতুন ফোন কিনবেন। তাই মুম্বইয়ে এসেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪০
Share:

ছবি: সংগৃহীত।

আইফোন সিরিজ়ের নতুন ফোন হাতে পেতে অ্যাপ্‌লের স্টোরগুলিতে ভিড় চোখে পড়ার মতো। শুক্রবার বাজারে এসেছে আইফোন সিরিজ়ের নতুন চারটি ঝকঝকে ফোন—আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর। নতুন ফোন কেনার হিড়িক পড়েছে দেশের প্রথম অ্যাপ্‌ল স্টোর মুম্বইয়ে। নতুন আইফোন কিনতে দীর্ঘ ক্ষণ লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। তেমনই এক ছবি ধরা পড়েছে মুম্বইয়ে।

Advertisement

সেই আইফোন ১৫ কিনতেই গুজরাতের আমদাবাদ থেকে মুম্বই পাড়ি দিয়েছেন এক যুবক। ইচ্ছে ছিল, ভারতের প্রথম অ্যাপ্‌ল স্টোর থেকে নতুন ফোন কিনবেন। নতুন ফোন কেনার জন্য প্রায় ১৭ ঘণ্টা ধরে লাইনে দাঁড়াতে হয়েছে ওই যুবককে। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে ওই যুবক বলেন, ‘‘বৃহস্পতিবার দুপুর ৩টে থেকে লাইনে দাঁড়িয়েছি। ১৭ ঘণ্টা অপেক্ষা করেছি।’’ বিবেক নামে বেঙ্গালুরুর এক যুবকও দীর্ঘ অপেক্ষার পর নতুন ফোন হাতে পেয়েছেন। তাঁর কথায়, ‘‘নতুন আইফোন ১৫ প্রো পেয়ে উচ্ছ্বসিত।’’

শুধু মুম্বইয়ে অ্যাপ্‌লের নিজস্ব স্টোরই নয়। দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু-সহ দেশের বিভিন্ন শহরে রিটেল স্টোরগুলিতেও আইফোন কেনার জন্য ভিড় বাড়ছে গ্রাহকদের। অ্যাপ্‌লের আশা, নতুন আইফোন সিরিজ় বছরের শেষে ‘বেস্ট সেলিং’ হবে। বাজারে আসার প্রথম দিনই আইফোন ১৫ কিনেছেন খ্যাতনামীরাও। তালিকায় রয়েছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিতও। নতুন ফোনের ছবি পোস্টও করেছেন তারকারা।

Advertisement

আইফোন ১৫ (১২৮ জিবি)-এর দাম ৭৯ হাজার ৯০০ টাকা। আইফোন ১৫ প্লাসের দাম শুরু ৮৯ হাজার ৯০০ টাকা থেকে। ১২৮ জিবির আইফোন ১৫ প্রো’র দাম ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা। ২৫৬ জিবির আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ১ লক্ষ ৫৬ হাজার ৯০০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement