প্রতীকী ছবি।
পণের দাবিতে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের হেনস্থার অভিযোগে এক ব্যক্তি ও তাঁর বাবাকে গ্রেফতার করা হল। পলাতক ওই ব্যক্তির ভাই। ঘটনাটি ঘটেছে নয়ডায়।
পুলিশ সূত্রে খবর, স্মিতি কাশ্যপ নামে নয়ডার এক বহুতলের বাসিন্দা তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। বিয়ের পর থেকেই তাঁকে পণ নিয়ে চাপ দেওয়া হত বলে অভিযোগ। সম্প্রতি ওই মহিলার শ্বশুরবাড়িতে যান মহিলার মা, ভাই ও বোন। তাঁদের হেনস্থা করেন বলে অভিযোগ মহিলার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে।
মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দেওরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৬ ও ৪৯৮এ এবং যৌতুক নিষিদ্ধ আইন ১৯৬১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
অভিযোগপত্রে স্মিতি উল্লেখ করেছেন যে, তাঁর সঙ্গে বিবেক কুমারের বিয়ে হয়েছিল ২০১৮ সালে। বিয়ের পর থেকেই পণ নিয়ে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা চাপ দিচ্ছিলেন।