— প্রতীকী চিত্র।
বিমানে উঠে বিড়িতে সুখটান দিতে গিয়ে বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন এক বাঙালি যাত্রী। বৃহস্পতিবার গুজরাতের সুরাত বিমানবন্দরের ঘটনা। সুরাত থেকে কলকাতাগামী একটি বিমানে উঠেছিলেন ধৃত অশোক বিশ্বাস। অভিযোগ বিমানে উঠে ওই ব্যক্তি শৌচালয়ে গিয়ে বিড়ি ধরান। বিমানসেবিকারা সেখান থেকে পোড়া বিড়ির গন্ধ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় দুসুম থানায় খবর দিলে পুলিশ এসে অশোককে গ্রেফতার করে।
নদিয়ার ওই ব্যক্তি কর্মসূত্রে গুজরাতের নাসভিতে থাকেন। বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরছিলেন। যে বিমানে তিনি উঠেছিলেন, সেটি ছাড়ার নির্ধারিত সময় ছিল বিকেল ৪টে ৩৫ মিনিট। কিন্তু যান্ত্রিক ত্রুটির ফলে উড়ানে দেরি হয়। সাড়ে পাঁচটা নাগাদ শৌচাগারে গিয়ে বিড়ি ধরিয়ে সুখটান দেন অশোক। সেই সময় প্রথমে অন্য যাত্রীরা শৌচালয় থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরাই বিমানকর্মীদের বিষয়টি জানান। উড়ানের আগেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ অশোকের ব্যাগ তল্লাশির পরে দেখতে পায়, তিনি জামাকাপড়ের মধ্যে লুকিয়ে বিড়ির প্যাকেট এবং দেশলাই বাক্স নিয়ে বিমানে উঠেছিলেন। যদিও বিমানবন্দরের কড়া নিরাপত্তার ঘেরাটোপ সত্ত্বেও অশোক কী ভাবে দেশলাই ও বিড়ি নিয়ে বিমানে উঠলেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদ সংস্থা