অন্য পুরুষের সঙ্গে হোটেলে স্ত্রী, রাস্তায় নামিয়ে মার স্বামীর

স্ত্রীকে তো বটেই সেই সঙ্গে গিন্নির সঙ্গে থাকা প্রেমিককেও রাস্তার উপরেই মারধর করেন ওই ব্যক্তি। একা নয় নিজের দাদাকেও নিয়ে গিয়েছিলেন বউকে পরকীয়ার সাজা দিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ১৫:৩৬
Share:

গ্রাফিক-তিয়াসা দাস।

অন্য পুরুষের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে রাস্তার উপরেই পেটালেন স্বামী। মারের হাত থেকে বাঁচলেন না স্ত্রীর প্রেমিকও।

Advertisement

স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বামী জানতেন আগেই। এ নিয়ে গোলমালও কম হয়নি। কিন্তু হাতেনাতে ধরতে পারেননি আগে। এবার পারলেন। আর সঙ্গে সঙ্গেই সাজা। স্ত্রীকে তো বটেই সেই সঙ্গে গিন্নির সঙ্গে থাকা প্রেমিককেও রাস্তার উপরেই মারধর করেন ওই ব্যক্তি। একা নয় নিজের দাদাকেও নিয়ে গিয়েছিলেন বউকে পরকীয়ার সাজা দিতে।

ওই দম্পতির বিয়ে হয়েছিল বছর তিনেক আগে। ওই ব্যক্তি পালওয়ালের অসহবতী গ্রামের বাসিন্দা। স্ত্রীয়ের বাপের বাড়ি ফিরোজপুরের কালান গ্রামে। জানা গিয়েছে, বিয়ের আগে এক যুবকের সঙ্গে প্রেম ছিল স্ত্রীর। বিয়ের পরেও ওই যুবকের সঙ্গে মহিলা সম্পর্ক বজায় রাখতেন বলে জানতে পারেন স্বামী। এ নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়শই ঝগড়া হত। এর আগেও বেশ কয়েকবার প্রেমিকের সঙ্গে স্ত্রী ঘুরতে গেছে বলে জানিয়েছেন তিনি। এক বার প্রেমিকের সঙ্গে বেশ কিছুদিনের জন্য পালিয়েও গিয়েছিলেন স্ত্রী। কিন্তু দুই পরিবারের মধ্যে আলোচনার পরে ফের এক সঙ্গে থাকতে শুরু করেন তাঁরা।

Advertisement

সম্প্রতি বাবার শারীরিক অসুস্থতার জন্য বাপের বাড়ি গিয়েছিলেন ওই মহিলা। শ্বশুরের শরীরের খোঁজ নেওয়ার জন্য শ্যালককে ফোন করেন ওই ব্যক্তি। তখনই স্ত্রীয়ের কথা জিজ্ঞাসা করলে তিনি জানতে পারেন, মায়ের জন্য বাজার করতে বল্লভগড় গিয়েছে সে। ইতিমধ্যে ওই ব্যক্তির এক খুড়তুতো ভাইও ফোন করেন তাঁকে। জানান, তাঁর স্ত্রী কোনও এক ব্যক্তির সঙ্গে ঘুরছেন সেখানে।

আরও পড়ুন: বৃদ্ধাকে আক্রমণ খ্যাপা ষাঁড়ের, গুঁতো খেয়েও দিদিমাকে বাঁচাল নাতি

এই খবর পেয়েই সেখানে পৌঁছান ওই ব্যক্তি। ভাইকে নিয়ে খোঁজাখুঁজির পরই প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ধরে ফেলেন। একটি হোটেলে তাঁদের থাকার খোঁজ পান। তার পর ভাই ও তিনি রাস্তায় এনে মারধর করেন স্ত্রী ও তাঁর প্রেমিককে। এর জেরে রাস্তায় লোকও দাঁড়িয়ে গিয়েছিল। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার।

আরও পড়ুন: ফের উত্তরপ্রদেশে গণধর্ষণে মৃত দলিত মহিলা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement