Crime

যুবককে পিটিয়ে খুনের অভিযোগ প্রেমিকার বাবা, দাদাদের বিরুদ্ধে, ঘটনাস্থল উত্তরপ্রদেশ

গাজিয়াবাদে এক কিশোরীর সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক মানতে পারেনি কিশোরীর পরিবার। তার জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ১৩:২৮
Share:
representative photo of deadbody

—প্রতীকী চিত্র।

যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর প্রেমিকার বাবা এবং তুতো দাদাদের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকার।

Advertisement

পুলিশ জানিয়েছে, গাজিয়াবাদের খোদা এলাকার বাসিন্দা এক কিশোরীর সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই সম্পর্কে মান্যতা দেয়নি কিশোরীর পরিবার। প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়ি গিয়েছিলেন যুবক। সেখানে লোহার রড দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে কিশোরীর বাবা এবং দুই তুতো দাদার বিরুদ্ধে। শুক্রবার তাঁদের সকলকেই গ্রেফতার করা হয়েছে।

Advertisement

কিশোরীর পরিবারের পাল্টা অভিযোগ, ওই যুবক চুরির উদ্দেশ্যে তাঁদের বাড়িতে গিয়েছিলেন। তার জেরেই তাঁকে মারধর করা হয়। ওই যুবককে জখম অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। তা মানতে পারেনি কিশোরীর পরিবার। সেই কারণেই এমন পরিণতি হয়েছে। যুবকের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement