সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলা চালানোর সেই ভিডিয়ো। ছবি: সংগৃহীত।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নার্সের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লেন যুবক। মঙ্গলবার কর্নাটকের বেলগাভি এলাকার একটি হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
হামলার ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে একটি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিযুক্ত। তার পর ওই নার্স কাছাকাছি আসতেই হঠাৎ ব্যাগ থেকে ধারালো অস্ত্র বার করে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ছেন অভিযুক্ত। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)
ঘটনার প্রত্যক্ষদর্শীরা ওই নার্সের সাহসিকতার প্রশংসা করে জানিয়েছেন, আকস্মিক হামলার পরেও মাথা ঠান্ডা রেখে হামলাকারীর হাত চেপে ধরেন তিনি। তাঁর চিৎকারে হাসপাতালের অন্য নার্স এবং চিকিৎসকেরা হাজির হন। রোগীদের কেউ কেউ এই ঘটনা দেখে ভয়ে পালিয়ে যান। পরে পুলিশ প্রকাশ যাদব নামের ওই যুবককে গ্রেফতার করে। আপাতত প্রকাশ পুলিশ হেফাজতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল সংলগ্ন কলোনি এলাকায় থাকেন ওই নার্স এবং অভিযুক্ত। বেশ কয়েক মাস আগে নার্সকে বিয়ের প্রস্তাব দেন প্রকাশ। প্রকাশের পরিবারের তরফেও একই প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন নার্স। অভিযোগ, তার পর থেকেই ওই নার্সকে উত্ত্যক্ত করতেন অভিযুক্ত।