Crime

খুনের পর মায়ের দেহ সুটকেসে ভরে বিহার থেকে ট্রেনে উত্তরপ্রদেশে, প্রয়াগরাজ থেকে ধৃত যুবক

পুলিশ জানিয়েছে, টিকিট কেটে উত্তরপ্রদেশ যাওয়ার ট্রেনে উঠে পড়েন হিমাংশু। ট্রলি ব্যাগের ভিতরে যে একটি লাশ রয়েছে সহযাত্রীরা কেউই টের পাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ১৮:৩০
Share:

অভিযুক্ত যুবক হিমাংশু। (ডান দিকে) এই ব্যাগ থেকেই উদ্ধার দেহ। ছবি: সংগৃহীত।

মাকে খুন করে তাঁর দেহ সুটকেসে ভরে বিহার থেকে ট্রেনে চেপে উত্তরপ্রদেশে পৌঁছলেন যুবক। সেই দেহ লোপাট করার আগেই ধরা পড়ে গেলেন পুলিশের হাতে। প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে যুবককে।

Advertisement

অভিযুক্তের নাম হিমাংশু। বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মায়ের কাছে পাঁচ হাজার টাকা চেয়েছিলেন হিমাংশু। কিন্তু মা দিতে চাননি। আর তাতেই চটে যান তিনি। অভিযোগ, তার পরই মাকে শ্বাসরোধ করে খুন করেন হিমাংশু। দেহ লোপাট করার জন্য একটি সুটকেসে ভরেন সেই দেহ। তার পর সোজা চলে যান গোপালগঞ্জ স্টেশনে।

পুলিশ জানিয়েছে, টিকিট কেটে উত্তরপ্রদেশ যাওয়ার ট্রেনে উঠে পড়েন হিমাংশু। ট্রলি ব্যাগের ভিতরে যে একটি লাশ রয়েছে সহযাত্রীরা কেউই টের পাননি। ট্রেন উত্তরপ্রদেশে পৌঁছনোর পর হিমাংশু প্রয়াগরাজ স্টেশনে নেমে পড়েন। সেখানে নেমে সুটকেটটিকে নিয়ে এ দিক ও দিক ঘোরাঘুরি করতে থাকেন। একটি সুটকেস নিয়ে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। প্রয়াগরাজ স্টেশনে পুলিশ আসে। তার পর হিমাংশুকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। সুটকেসেক মধ্যে কী আছে তা জানতে চাওয়া হয়। প্রথমে হিমাংশু জানান, জামাকাপড় রয়েছে। কিন্তু এক পুলিশ আধিকারিকের সন্দেহ হয়। তখন সুটকেসটি খোলা হয়। সুটকেস খুলতেই ভিতর থেকে এক বৃদ্ধার লাশ বেরিয়ে আসে। এমন দৃশ্য দেখে চমকে উঠেছিল পুলিশ। সঙ্গে সঙ্গে হিমাংশুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জেরা করে পুলিশ জানতে পারে, ওই মহিলা তাঁর মা। টাকা না দেওয়ায় তাঁকে গলা টিপে খুন করে দেহ লোপাট করার জন্য এসেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement