Crime

Mumbai: বিবাহ ওয়েবসাইটে ১২ জন উচ্চশিক্ষিত মহিলাকে ফাঁসিয়ে যৌন হেনস্থা, মুম্বইয়ে গ্রেফতার যুবক

 সোমবার মালাড থেকে তাঁকে গ্রেফতার বলেছে পুলিশ। ধৃতের নাম করণ গুপ্ত ওরফে মহেশ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১২:৪১
Share:

প্রতীকী ছবি।

১২ জন মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল মুম্বইয়ের এক যুবকের বিরুদ্ধে। গত চার মাস ধরে পুলিশ খুঁজছিল অভিযুক্তকে। অবশেষে সোমবার মালাড থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম করণ গুপ্ত ওরফে মহেশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ভুয়ো প্রোফাইল বানিয়ে বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে উচ্চশিক্ষিত মহিলাদের নিজের জালে ফাঁসাতেন মহেশ। তার পর ধীরে ধীরে আলাপ জমিয়ে কোনও পাব, রেস্তরাঁ বা শপিং মলে সাক্ষাৎ করতেন। সেই সাক্ষাতেই তাঁদের যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ।

পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মহেশ। উচ্চশিক্ষিত মহিলারাই ছিলেন তাঁর নিশানা। মালাডের ডেপুটি পুলিশ সুপার সুরেশ মেঙ্গাড়ে জানিয়েছেন, প্রত্যেকটি ক্ষেত্রে মহেশ আলাদা আলাদা মোবাইল নম্বর ব্যবহার করতেন। এমনকি ওলা বা উবর বুক করার সময় নিজের রেজিস্টার করা মোবাইল নম্বরের পরিবর্তে অন্য ফোন নম্বর ব্যবহার করতেন। হ্যাকিংয়ের কাজ করতেন মহেশ। ফলে কম্পিউটার সম্পর্কে ভাল জ্ঞান রয়েছে তাঁর। এই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে মহিলাদের ফাঁসাতেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement