Man Slits Throat

কথা বলতে চাননি প্রাক্তন সহপাঠী, রাগে এমবিএ ছাত্রীর গলায় ছুরি দিয়ে কোপ যুবকের!

পুলিশের ডেপুটি সুপার উমাকান্ত চৌধরি জানিয়েছেন, তরুণী এখন এমবিএ পড়ছেন। বৃহস্পতিবার বিকেলে ছুরি দিয়ে তাঁর গলা কাটার চেষ্টা করেন যুবক। তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ২১:৪৭
Share:
ছুরি দিয়ে তরুণীর গলা কাটার চেষ্টা করেন যুবক।

ছুরি দিয়ে তরুণীর গলা কাটার চেষ্টা করেন যুবক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কথা বলতে চাননি তরুণী। তাই তাঁর গলা কেটে দেওয়ার অভিযোগ উঠল ২৩ বছরের এক যুবকের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ইনদওর জেলার ঘটনা। ওই তরুণীর সঙ্গে একই কলেজে পড়াশোনা করতেন অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশের ডেপুটি সুপার উমাকান্ত চৌধরি জানিয়েছেন, তরুণী এখন এমবিএ পড়ছেন। বৃহস্পতিবার বিকেলে ছুরি দিয়ে তাঁর গলা কাটার চেষ্টা করেন যুবক। তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। উমাকান্ত জানিয়েছেন, তরুণী এবং অভিযুক্ত একই কলেজ থেকে স্নাতক পাশ করেছিলেন। তার পর থেকে তরুণীকে ধাওয়া করছেন যুবক। বার বার তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ডিএসপির কথায়, ‘‘তরুণী কথা বলতে না চাইলে বচসা শুরু করেন যুবক। তার পরে ছুরি দিয়ে তাঁর গলা কেটে দেওয়ার চেষ্টা করেন যুবক।’’

তরুণীর পরিবারের অভিযোগ, গত তিন বছর ধরে তাঁকে উত্যক্ত করছেন যুবক। বার বার হুঁশিয়ারি দেওয়া হলেও থামেননি তিনি। বৃহস্পতিবার চরম পদক্ষেপ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement