প্রতীকী ছবি।
রুটি দিতে রাজি না হওয়ায় দিল্লিতে সহকর্মীকে পাঁচতলা থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দিল্লির বাওয়ানা এলাকার ঘটনা। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দীপাবলি উপলক্ষে কারখানায় আলো লাগানোর কাজ করছিলে রাম প্রকাশ নামে এক কর্মী। তাঁর সঙ্গেই কাজ করছিলেন কারখানারই আর এক কর্মী। তবে কারখানার অন্য একটি অংশে আলো লাগানোর কাজ করছিলেন ওই কর্মী। কাজ করার সময় রাম প্রকাশের কাছে রুটি চেয়েছিলেন তিনি। কিন্তু রাম প্রকাশ তাঁকে রুটি দিতে রাজি হননি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাম প্রকাশের সঙ্গে ওই কর্মীর কথা কাটাকাটি হয়। তার পর সেখানে বিষয়টি থেমেও যায়। কাজের ফাঁকে পাঁচতলাতে বসেই খাবার খাচ্ছিলেন রাম প্রকাশ। সেই সময় সেখানে আসেন ওই কর্মী। অভিযোগ, রাম প্রকাশকে গালাগাল করতে শুরু করেন। তার পর দু’জনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রাম প্রকাশকে মারধর করে টানতে টানতে রেলিংয়ের কাছে নিয়ে যান। তার পর ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ। ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে অন্য কর্মীরা ছুটে আসেন। তাঁরা দেখেন রাম প্রকাশ রক্তাক্ত অবস্থায় পড়ে। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা রাম প্রকাশকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরই পালিয়ে যান অভিযুক্ত কর্মী। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।