যুবক খুনের ঘটনায় ধৃত এক অভিযুক্ত। ছবি: সংগৃহীত।
কোনও মানুষের মাথার খুলি এনে দিতে পারলে তিনি কোটিপতি হবেন। তান্ত্রিকের এমন পরামর্শেই শিকার খুঁজছিলেন বিকাশ নামে এক ব্যক্তি। তান্ত্রিক পরামর্শ দিয়েছিলেন, মানুষের মাথার খুলি জোগাড় করে দিতে পারলে তিনি ৫০ কোটি টাকার মালিক হবেন। আর সেই ‘স্বপ্নে’ বুঁদ হয়ে পরিচিত এক যুবককে বাড়িতে ডেকে এনে দুই সঙ্গীর সাহায্যে খুন করার অভিযোগে ওঠে বিকাশের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, যুবকের মাথা কেটে তান্ত্রিকের কাছে নিয়ে যান তাঁরা। ঘটনাটি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের।
সম্প্রতি সেই ঘটনায় বিকাশ, তাঁর সহযোগী এবং দুই তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ। কিছু দিন আগেই গাজ়িয়াবাদের টিলা মোড় এলাকায় একটি কাটা মুন্ডু উদ্ধার হয়। সেটি কার তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, ওই কাটা মুন্ডু বিহারের মোতিহারি জেলার রাজু কুমারের।
পুলিশ জানিয়েছে, রাজুর পরিচিত ছিলেন বিকাশ। নরেন্দ্র নামে এক ব্যক্তি মারফত পবন এবং পঙ্কজ নামে দুই তান্ত্রিকের পরিচয় হয় বিকাশের। পবন এবং পঙ্কজ বিকাশের কাছে দাবি করেন, তাঁরা তন্ত্রসাধনা জানেন। কী ভাবে কোটিপতি বানানো যায়, সেই ক্ষমতাও রয়েছে তাঁদের। দুই তান্ত্রিকের কথার জালে ফাঁসেন বিকাশ। তাঁকে মানুষের মাথার খুলি জোগাড় করতে বলেন দুই তান্ত্রিক। তার পর এক দিন রাজুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে আসেন বিকাশ। সেখানে হাজির ছিলেন তাঁর সহযোগী ধনঞ্জয় এবং নরেন্দ্র। অভিযোগ, তাঁরা তিন জন মিলে রাজুকে খুন করেন। তার পর তাঁর মাথা কেটে দুই তান্ত্রিকের কাছে নিয়ে যান। আর রাজুর দেহ টিলা মোড় এলাকায় একটি ফাঁকা জায়গায় পুঁতে দেন। এই ঘটনায় দুই তান্ত্রিক ছাড়াও বিকাশ এবং তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।