(বাঁ দিকে) তেলঙ্গানার মন্ত্রী পোঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি। (ডান দিকে) জেলাশাসক পামেলা শতপতি। ছবি: সংগৃহীত।
আপনার কি সাধারণ কোনও জ্ঞানও নেই? কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই জেলাশাসককে ধমক দিলেন তেলঙ্গানার রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি। সরকারি অনুষ্ঠানে সকলের সামনে মন্ত্রীর ধমক খেয়ে অস্বস্তিতে পড়েন করিমনগরের জেলাশাসক পামেলা শতপতি।
শুক্রবার করিমনগরে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর। তার পর একটি সরকারি অনুষ্ঠানও হয় সেখানে। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের রাজস্ব দফতরের মন্ত্রী। হঠাৎই তিনি মেজাজ হারিয়ে ফেলেন। তার পর ধমকের সুরে জেলাশাসককে বলেন, ‘‘কী করছেন? কোনও কমন সেন্স নেই আপনার?’’
মন্ত্রীর ধমক খেয়ে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন জেলাশাসক। কিন্তু তাতেও শান্ত হননি মন্ত্রী। জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন তদারকির কাজে কিছু সমস্যা তৈরি হয়। আর তার জেরেই মেজাজ হারান মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে এই সমস্যা সৃষ্টি হওয়ায় সমস্ত রোষ গিয়ে পড়ে জেলাশাসকের উপর। জনসমক্ষে একজন সরকারি আমলাকে এ ভাবে ধমক দেওয়ার ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিআরএস নেত্রী কে কবিতা রাজ্য মন্ত্রীর এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর কটাক্ষ, সরকারের ব্যর্থতা ঢাকতে গিয়ে জেলাশাসকের উপর ক্ষোভ উগরেছেন।