যুবককে মারধরের অভিযোগে গ্রেফতার পাঁচ। প্রতীকী ছবি।
১০০ টাকা চুরির সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করে মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। শুধু মাথা মোড়ানো বা মারধর করাই নয়, সেই ঘটনার ভিডিয়োও বানালেন অভিযুক্তেরা। সেই ভিডিয়ো পুলিশের হাতে পৌঁছতেই ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ৩-৪ দিন আগের। কিন্তু মঙ্গলবার পুলিশের কাছে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো পৌঁছতেই তারা পদক্ষেপ করে। সাহিবাবাদের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) ভাস্কর বর্মা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই এই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরছিল। একাধিক বার সেই ভিডিয়ো শেয়ারও হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশের সাইবার অপরাধ শাখার নজরে আসে বিষয়টি। তার পর পদক্ষেপ করা হয়েছে।
এসিপি বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জয়কিশন শর্মা নামে দুধ বিক্রেতা এক যুবকের বিরুদ্ধে দোকান থেকে ১০০ টাকা চুরির অভিযোগ তোলেন। এর পরই শর্মা এবং তাঁর কয়েক জন সঙ্গী ওই যুবককে ধরে নিয়ে আসেন। তার পর তাঁকে বেধড়ক মারধর করেন। একটি ট্রিমার নিয়ে এসে যুবকের মাথা মুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনার ভিডিয়ো করে সমাজমাধ্যমে ছড়িয়েও দেওয়া হয়েছিল।” এর পরই পুলিশ জয়কিশনকে গ্রেফতার করে। তাঁর সঙ্গী অনিল কুমার, সলমন, শাহরুখ এবং ওয়াজিদকেও গ্রেফতার করা হয়েছে।