রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। ছবি: পিটিআই ।
বুধবার সংসদে আকাশিরঙা জ্যাকেট পরে এসে সকলের নজর কেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ, সেই জ্যাকেট তৈরি হয়েছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে। নজর কেড়েছেন আরও এক জন। তিনি কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে। তাঁর পরনে ছিল সাদা পাঞ্জাবি-ধুতি। পাঞ্জাবির উপর কালো জ্যাকেট। এতটা ঠিকই ছিল। কারণ বিরোধী বর্ষীয়ান নেতাকে সাধারণত এই পোশাকেই দেখতে অভ্যস্ত সকলে। কিন্তু তাঁর গলায় ঝুলছিল ঘিয়ে রঙের একটি উত্তরীয়। সেটি একটি বহুজাতিক এবং বিলাসবহুল পোশাক প্রস্তুতকারী সংস্থা লুই ভিতোঁর উত্তরীয় বলে সংবাদমাধ্যমে প্রকাশ। যার আনুমানিক মূল্য ৫৬ হাজার টাকারও বেশি।
বুধবার সংসদে প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতার আগে, আদানিকাণ্ডে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবিতে সরব হয়েছিলেন খড়্গে। এর পর উত্তরীয় প্রসঙ্গে খড়্গেকেও একহাত নেন বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, ‘‘খড়্গে আজ লুই ভিতোঁর উত্তরীয় পরেছেন। এটা দেখার জন্যও কি আমাদের একটি যৌথ কমিটি গঠন করা উচিত? তিনি উত্তরীয়টি কোথায় পেলেন, কে তাঁকে দিয়েছেন এবং এর দাম কত?’’ এই নিয়ে হইচই শুধু সংসদেই সীমাবদ্ধ থাকেনি। বিতর্ক গড়িয়েছে সমাজমাধ্যমেও। খড়্গের বহুমূল্য উত্তরীয় চোখ টাটিয়েছে অনেকের।
বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইটারে ভিডিয়ো পোস্ট করে বলেছেন, ‘‘বুধবার খড়্গের উত্তরীয় এবং প্রধানমন্ত্রী মোদীর প্লাস্টিকের পুনর্ব্যবহৃত জ্যাকেটের মধ্যে তুলনা করা হয়েছে। যখন প্রধানমন্ত্রী মোদী পরিবেশরক্ষার বার্তা বহন করছেন, সেখানে খড়্গে একটি বহুমূল্যের লুই ভিতোঁর উত্তরীয় পরেছিলেন। যার যার নিজের নিজের পছন্দ রয়েছে। নিজেদের আলাদা আলাদা বার্তা রয়েছে। আমি বিচার করছি না। মানুষ করবে।’’
তিনি যোগ করেন, ‘‘ওরা (পড়ুন কংগ্রেস) যদি লুই ভিতোঁর উত্তরীয় বা অন্য দামি সংস্থার জামা পরে দারিদ্রের কথা বলে, তা হলে কোনও সমস্যা নেই। এটা তাদের মানসিকতা।’’
সরব হয়েছেন বিজেপি ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত ছবি নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। তিনি টুইট করে লেখেন, ‘‘কংগ্রেস সভাপতি খড়্গে হৃদয়ের এত কাছে লুই ভিতোঁর উত্তরীয় পরে আছেন। আমাদের কি ধরে নেওয়া উচিত যে, ওই সংস্থার সঙ্গে কংগ্রেসের স্বার্থ জড়িয়ে আছে? কথা শুরু হলে তা অনেক দূর পর্যন্ত গড়াবে।’’