twitter

Twitter: নতুন ডিজিটাল আইন নিয়ে এক সপ্তাহের মধ্যেই জবাব, কেন্দ্রকে জানাল টুইটার

সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, কেন্দ্রের এই নতুন নিয়মের গুরুত্ব তাঁরা বুঝতে পারছেন। বিশ্বস্ততার সঙ্গে সেই নিয়ম মানার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ২১:৪১
Share:

প্রতীকী ছবি।

অনড় অবস্থান থেকে কিছুটা সরে এল টুইটার। জানিয়ে দিল, এক সপ্তাহের মধ্যেই নতুন ডিজিটাল আইন নিয়ে কেন্দ্রকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

Advertisement

বুধবার টুইটারের তরফে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে, নয়া ডিজিটাল আইন মেনে চলার সব রকম প্রচেষ্টা চালাচ্ছে তারা। এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে পুরো আপডেট তুলে দেবে কেন্দ্রের কাছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, কেন্দ্রের এই নতুন নিয়মের গুরুত্ব তাঁরা বুঝতে পারছেন। বিশ্বস্ততার সঙ্গে সেই নিয়ম মেনে চলার চেষ্টাও করা হচ্ছে।

ওই মুখপাত্র আরও জানান, গত ২৫ ফেব্রুয়ারি নতুন ডিজিটাল আইন নিয়ে নির্দেশিকা পাঠায় কেন্দ্র। কিন্তু কোভিড পরিস্থিতির জেরে বেশ কিছু সমস্যার মুখোমুখি হওয়ার কারণে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে এ বিষয়ে সমস্ত প্রক্রিয়া সেরে ফেলা সম্ভব হয়নি। তাই আগামী কয়েক দিনের মধ্যেই গোটা বিষয়টি জানিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে।

Advertisement

টুইটারের তরফে আরও জানানো হয়েছে, ভারতের গ্রাহকদের পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। একই সঙ্গে তাঁদের মতামত প্রকাশেরও পুরোপুরি অবকাশ থাকবে তাদের প্ল্যাটফর্মে। নতুন ডিজিটাল নিয়ে কেন্দ্রের সঙ্গে দীর্ঘ দিন ধরেই একটা টানাপড়েন চলছে টুইটারের। এই আইন মেনে চলার জন্য তাদের নোটিসও পাঠানো হয়। কিন্তু সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেই নিয়ম মানতে ব্যর্থ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement