ফাইল চিত্র।
সংখ্যাগুরুর আধিপত্য ভারতের ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করলেন অর্থনীতিবিদ ও রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।
বর্তমানে আমেরিকায় অধ্যাপনা করেন রাজন। আজ এক ওয়েব সম্মেলনে তিনি বলেন, ‘‘সংখ্যাগুরুর আধিপত্যের দিকে এগোনোর যে ধারা দেখা যাচ্ছে তার ভয়ঙ্কর কুফল আছে। এটা সব অর্থনৈতিক নীতির বিরোধী। সমালোচনার উপরে থাকা কিছু আইনগত বাধা সরানো প্রয়োজন। তা হলে সরকার সমালোচনা শুনে আরও বেশি পদক্ষেপ করতে বাধ্য হবে।’’
রাজনের মতে, সংখ্যাগুরুর আধিপত্য সমাজে বিভাজন ডেকে আনে। ভারত এখন বাইরে থেকে আসা অনেক বিপদের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। ফলে দেশের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কিন্তু সংখ্যাগুরুর আধিপত্য ঠিক সেই সময়েই দেশকে বিভাজনের পথে ঠেলে দিচ্ছে। রাজনের কথায়, ‘‘প্রতি পদে সংখ্যাগুরুর আধিপত্যের মোকাবিলা করা উচিত।’’ তাঁর মতে, ভারতের বৃদ্ধিতে সকলকে শামিল করতে হবে। সমাজের কোনও অংশকে দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করলে এই ধরনের বৃদ্ধি সম্ভব নয়।
ভারতের আর্থিক বৃদ্ধির হার এখন ভাল বলেই মনে করেন রাজন। কিন্তু তাঁর মতে, আন্তর্জাতিক আর্থিক সঙ্কটের পর থেকেই ভারতের আশাপ্রদ বৃদ্ধি হয়নি। তাঁর কথায়, ‘‘যে সব ভাল চাকরির প্রয়োজন তার সুযোগ তৈরি হয়নি। ভাল আর্থিক বৃদ্ধি সত্ত্বেও আমাদের পরিস্থিতি এখনও কোভিড-পূর্ববর্তী পরিস্থিতির চেয়ে অনেক খারাপ।’’ তাঁর মতে, রফতানি ক্ষেত্রে ভারত সাফল্য পেয়েছে। কিন্তু সেই সাফল্য চমকপ্রদ নয়। আরও বেশি মহিলা কর্মীর নিযুক্তির উপরে জোর দিয়েছেন রাজন। তাঁর বক্তব্য, ‘‘গত এক দশক ধরে আর্থিক বৃদ্ধির হার শ্লথ। তার মধ্যেও ভারত কিছু সাফল্য পেয়েছে। কিন্তু আরও ভাল কাজ করা প্রয়োজন।’’
সঠিক সিদ্ধান্ত নিতে সঠিক তথ্য প্রয়োজন বলে মনে করেন রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর। তাঁর মতে, ‘‘আমাদের এমন সরকার প্রয়োজন যারা শিখতে শিখতে এগোবে। তথ্য চেপে দেওয়া বন্ধ করতে হবে। তা সে বেকারি সংক্রান্ত তথ্যই হোক বা কোভিড সংক্রান্ত।’’