maharashtra

Maharashtra Crisis: বিদ্রোহীরা বিশ্বাসঘাতক! পোস্টারে জুতো মেরে, কালি মাখিয়ে বিক্ষোভে রাস্তায় শিবসেনা কর্মীরা

বিদ্রোহীদের পোস্টারে ‘জুতো মারো আন্দোলন’, কালি মাখিয়ে প্রতিবাদ, পচা ডিম ছুড়ে ক্ষোভ— কিছুই বাদ রাখেননি উদ্ধব ঠাকরে শিবিরের অনুগামীরা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ১৪:০২
Share:

পুণের রাস্তায় ‘জুতো মারো আন্দোলন’ শুরু করেছেন উদ্ধব ঠাকরে শিবিরের অনুগামীরা। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

একনাথ শিন্ডের শিবিরের বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে বিক্ষোভে মহারাষ্ট্রের রাস্তায় নেমে পড়লেন শিবসেনা কর্মী-সমর্থকেরা। বিদ্রোহীদের পোস্টারে ‘জুতো মারো আন্দোলন’, কালি মাখিয়ে প্রতিবাদ, পচা ডিম ছুড়ে ক্ষোভ প্রদর্শন— কিছুই বাদ রাখেননি উদ্ধব ঠাকরে শিবিরের অনুগামীরা।

Advertisement

রবিবার সকাল থেকেই পুণের রাস্তায় ‘জুতো মারো আন্দোলন’ শুরু করেছেন সেনার কর্মী-সমর্থকেরা। শিন্ডের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল করেন তাঁরা। প্রতিবাদীদের হাতে ছিল শিন্ডের বিরাট আকারের ছবি ছাপানো পোস্টার। তাতে নিজেদের জুতো ছুড়ে, লাথি মেরে বিক্ষোভ প্রদর্শন করেন শিবসেনার সৈনিকেরা। মিছিলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধবের ছবি-পোস্টার নিয়ে তাঁর প্রতি নিজেদের সমর্থন জানান শিবসৈনিকেরা।

শিন্ডের সঙ্গে বিদ্রোহীরা এখনও অসমের গুয়াহাটিতে ঘাঁটি গেড়ে রয়েছেন। বিদ্রোহী বিধায়কদের নিয়ে ‘শিবসেনা বালাসাহেব’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা যায় কি না, তা নিয়েও চিন্তা-ভাবনা চলছে বলে সূত্রের খবর। এই পদক্ষেপ যাতে বাস্তবায়িত না হয়, সে জন্য আগে থেকেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন উদ্ধব। এ দিকে, সেনার পার্টি হুইপ সুনীল প্রভুর ডাকা বৈঠকে অনুপস্থিত থাকায় শিন্ডে-সহ ১৬ জন বিদ্রোহীকে শো-কজ নোটিস পাঠিয়েছেন মহারাষ্ট্র বিধানসভার অস্থায়ী স্পিকার নরহরি সীতারাম জিরওয়াল। এ নিয়ে সোমবারের মধ্যে শিন্ডেকে নিজের পক্ষে যুক্তি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Advertisement

একনাথ শিন্ডের সমর্থনেও রাস্তায় নেমেছেন তাঁর অনুগামীরা। পিটিআইয়ের তোলা ফাইল ছবি।

মহারাষ্ট্রের এই সঙ্কটের আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধব-অনুগামীদের রোষের মুখে পড়েছেন বিদ্রোহীরা। শুক্রবার নাসিকে শিন্ডের পোস্টারে পচা ডিম ছুড়েছেন তাঁরা। অনেকে আবার শিন্ডের ছবিতে কালি মাখিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার সদা সরবনকর নামে এক বিদ্রোহী বিধায়কের নিজের বিধানসভা কেন্দ্র মাহিমে তাঁর ছবিতে কালি মাখিয়ে ‘বিশ্বাসঘাতক’ লিখে দেওয়া হয়েছে। বুধবার অওরঙ্গাবাদে এক দল মহিলা সেনা-সমর্থক বিদ্রোহীদের প্রতি ভোটারদের আস্থা নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলেছেন।

উদ্ধব-অনুগামীরাই যে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, এমন অবশ্য নয়। বিদ্রোহীদের সমর্থনের মহারাষ্ট্রের পালঘর, ডহাণু, তলাসরী এবং ঠাণে এলাকায় শিন্ডে-শিবিরের সমর্থকেরা অসংখ্য পোস্টার সাঁটিয়েছেন। তাতে বার্তা, বিদ্রোহীদের সঙ্গেই রয়েছেন তাঁরা। অন্য দিকে, পন্ধরপুর এলাকায় দেবেন্দ্র ফডণবীসকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়ে পোস্টার দিয়েছেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। সব মিলিয়ে, মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে জট অব্যাহত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement