দেবেন্দ্র ফডণবীস, পৃথ্বীরাজ চহ্বণ ও শরদ পওয়ার (বাঁ দিক থেকে)। —ফাইল চিত্র
মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডণবীস সরকারের ভবিষ্যৎ আপাতত সুপ্রিম কোর্টের হাতে। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ নিয়ে সোমবারই সিদ্ধান্ত জানাতে পারে শীর্ষ আদালত। কিন্তু তার আগে আত্মবিশ্বাসী শিবসেনা-এনসিপি-কংগ্রেস শিবির। জোটের নেতাদের দাবি, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন না ফডণবীস। ‘অবৈধ’ সরকারের পতন হবে। উল্টো দিকে বিজেপি এবং অজিত শিবির এ নিয়ে একেবারে চুপ। তবে সুপ্রিম কোর্টে যে ২৪ ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্টের দাবি করেছিল বিরোধীরা, সেটা খারিজ হওয়ায় বিরোধীদের মুখ পুড়েছে বলেই দাবি করছে বিজেপি।
সুপ্রিম কোর্টে বিরোধী শিবিরের দাবি ছিল, ২৪ ঘণ্টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ফডণবীস সরকারকে। কিন্তু সে নিয়ে শনিবার কোনও সিদ্ধান্ত জানায়নি সুপ্রিম কোর্ট। সোমবার সে সিদ্ধান্ত জানাতে পারে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে বিরোধী শিবির মনে করছে, অজিত পওয়ারকে ভাঙিয়ে কার্যত চুপিসারে শপথ নিলেও সরকার টিকিয়ে রাখতে পারবেন না ফডণবীস। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তখা কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বণ বলেন, ‘‘আদালতকে ধন্যবাদ যে রবিবার ছুটির দিনেও আমাদের আর্জি শুনেছেন। আগামিকাল সকাল সাড়ে ১০টায় ফের শুনানি হবে। ফডণবীস সরকার বেআইনি। ঘোড়া কেনাবেচার আগেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়া উচিত।’’
কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালার দাবি, ফডণবীস নয়, জোটের সঙ্গেই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক রয়েছেন। তিনি বলেন, ‘‘এনসিপির ৪১ বিধায়কের স্বাক্ষর করা চিঠি আমাদের হাতে রয়েছে। আদালতের সামনে সংখ্যাগরিষ্ঠতার চিঠি পেশ করতে হবে। আমরা আদালতে আবেদন করেছি, দ্রুত ফ্লোর টেস্ট করার জন্য। তাতেই প্রমাণ হয়ে যাবে, বিজেপি ও অজিত পওয়ার যে সরকার গঠন করেছে, তা বেআইনি।’’ তিনি আরও বলেন, “ফ্লোর টেস্টেই পরিষ্কার হয়ে যাবে যে অধিকাংশ বিধায়কের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে।’’
উল্টো দিকে আদালতে প্রাথমিক ভাবে তাদের জয় হয়েছে, এটাই প্রমাণে মরিয়া চেষ্টা করে চলেছে বিজেপি। দলের মুম্বই শাখার সভাপতি আশিস শেলার বলেন, ‘‘শিবসেনা-এনসিপি-কংগ্রেসের সব আইনজীবী আজকের মধ্যেই ফ্লোর টেস্টের আর্জি জানিয়েছিলেন। কিন্তু আজকের নির্দেশের পর এটা স্পষ্ট যে তাঁদের সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতে ওঁদের মুখ পুড়েছে।’’
আরও পডু়ন: ‘ফ্লোর টেস্ট’ নিয়ে কাল ফের শুনানি, রাজ্যপাল ও ফডণবীসের চিঠি জমা দিতে বলল সুপ্রিম কোর্ট
আরও পডু়ন: সার্জিকাল স্ট্রাইক: মাঝরাতে শিবির বদল অজিত পওয়ারের
শনিবার সকালে কার্যত চুপিসারে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফডণবীস এবং অজিত পওয়ার। কিন্তু সরকার গঠনের এই প্রক্রিয়া ‘অবৈধ’ দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বিরোধী জোট। তাঁদের বক্তব্য, নিয়ম মেনে শপথগ্রহণ হয়নি। পাশাপাশি ফডণবীস-অজিত জুটিকে ২৪ ঘণ্টার মধ্যে ‘ফ্লোর টেস্ট’ অর্থাৎ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার আর্জিও সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন তাঁরা। সেই মামলায় রবিবার তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দেন, সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে রাজ্যপালের সরকার গঠনের আহ্বানের চিঠি এবং ফডণবীসের সংখ্যাগরিষ্ঠতার দাবি করা চিঠি আদালতে পেশ করতে হবে সলিসিটর জেনারেলকে।