National News

মহারাষ্ট্র নাটকে ইতি, সরকার গড়ছে শিবসেনা-এনসিপি, বাইরে থেকে সমর্থনের সিদ্ধান্ত কংগ্রেসের

সরকার গঠনের দাবি করতে রাজভবনে গিয়েছে শিবসেনা। দলের পরিষদীয় দলনেতার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্য়পালের কাছে যান।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৮:১৯
Share:

মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি সরকারকে বাইরে থেকে সমর্থন কংগ্রেসের। গ্রাফিক: তিয়াসা দাস

টানটান নাটকে আপাতত ইতি। শিবসেনা-এনসিপি জোট সরকার নিশ্চিত হচ্ছে কংগ্রেসের সমর্থনে। কংগ্রেস সূত্রে খবর, মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি জোট সরকার গঠন করবে, তাতে বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস। তবে রাজনৈতিক শিবিরের অভিমত, আপাতত এই টানাপড়েনের ইতি পড়ল বলে মনে করা হলেও, এটাই এই নাটকের শুরু না শেষ তা এখনই বলা কঠিন।

Advertisement

তার আগে এ দিন সমর্থন চেয়ে সনিয়া গাঁধীকে ফোন করছিলেন উদ্ধব ঠাকরে। অন্য দিকে বিকেলে দলের মহারাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সনিয়া গাঁধী। তাঁদের মতামত জানার পরেই এনসিপি প্রধান শরদ পওয়ারকে ফোন করে সিদ্ধান্তের কথা জানান কংগ্রেস কার্যকরী সভাপতি সনিয়া।

অন্য দিকে কংগ্রেসের সবুজ সঙ্কেত পেয়েই রাজভবনে পৌঁছে গেলেন শিবসেনার প্রতিনিধিরা। সেনার পরিষদীয় দলনেতার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্য়পালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি করে আসে।

Advertisement

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫। বিজেপি জিতেছে ১০৫টি আসনে। শিবসেনার দখলে ৫৬টি। অন্য দিকে এনসিপি-র আসন সংখ্যা ৫৪, কংগ্রেসের ৪৪। বিজেপি এবং শিবসেনা জোট করে ভোটে লড়েছিল। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আড়াই বছর পালাবদল করে মুখ্যমন্ত্রী করার দাবিতে গোড়া থেকে অনড় ছিল শিবসেনা। কিন্তু বিজেপি সেই শর্ত মানেনি। ফলে দু’সপ্তাহের টানাপড়েনের পর সোমবার সেই জোট ভেস্তে যায়। এমনকি, শিবসেনার দেওয়া শর্ত মেনে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে দলের একমাত্র সদস্যকে পদত্যাগ করিয়ে এনডিএ থেকে বেরিয়ে আসে শিবসেনা। এর পরই শরদ পওয়ার উদ্ধব ঠাকরে জোটের সম্ভাবনা আরও জোরদার হয়।

গ্রাফিক: তিয়াসা দাস

এই পরিস্থিতিতে পওয়ার-উদ্ধব বৈঠকে দু’দলের বৈঠকে সরকার গঠনে ঐকমত্য হয়। কিন্তু শরদ পওয়ার কংগ্রেসের কোর্টেই বল ঠেলে দেন। কংগ্রেস সকালের দিকে ওয়ার্কিং কমিটির বৈঠক করে। তাতে সমর্থনের ইঙ্গিত মিললেও মহারাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাননি সনিয়া গাঁধী। এর পর বিকেলে বৈঠকে মহারাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলার পরেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। শরদ পওয়ারকে ফোন করে সমর্থনের কথা জানান সনিয়া গাঁধী।

আরও পড়ুন: মন্দার শিকড় আরও গভীরে! বিদ্যুতের চাহিদা ১২ বছরে সবচেয়ে কম

আরও পড়ুন: ফি বৃদ্ধি নিয়ে ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

২৪ অক্টোবর ফল বেরনোর পর থেকেই ৫০:৫০ ফর্মুলা নিয়ে বিজেপি-শিবসেনা সঙ্ঘাত। সেই আবহেই বিকল্প হিসেবে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের সরকার গঠনের জল্পনা চলছিল। সেনা নেতৃত্ব প্রথম থেকেই সেই জল্পনা ভাসিয়ে রেখেছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা এমনও বলছিলেন যে, শেষ পর্যন্ত বিজেপি-সেনা সমঝোতা না হলে এনসিপি-শিবসেনা জোট মিলে সরকার গঠন হতে পারে। এনসিপি আবার কংগ্রেসের শরিক। কিন্তু নীতিগত ভাবে শিবেসনার সঙ্গে জোট করা কংগ্রেসের পক্ষে বিরাট অস্বস্তির। তাই বাইরে থেকে সেনা-এনসিপি সরকারকে সমর্থন করতে পারে। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। খুলল মহারাষ্ট্রে সরকার গঠনের রাস্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement