সরকার গঠনের প্রায় ৪০ দিন পরে মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটতে চলেছে মহারাষ্ট্রে। সূত্রের খবর মঙ্গলবার সকাল ১১টায় মহারাষ্ট্রের রাজভবনে নতুন মন্ত্রীরা শপথগ্রহণ করতে চলেছেন। শিবসেনা ভেঙে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে বিজেপির সঙ্গে সরকার গঠন করার পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করতে পারেননি নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তাই নিয়ে বিরোধীরা বিঁধছিল শাসক জোটকে। এতদিন মুখ্যমন্ত্রী শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ সরকার চালাচ্ছিলেন। প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য সম্প্রতি শিন্ডে-ফডনবীশ সরকার প্রশাসনিক আধিকারিকদের হাতে আধা-বিচারবিভাগীয় ক্ষমতা তুলে দিয়েছিল। এ বার মন্ত্রিসভা সম্প্রসারণে হাত দিল সে রাজ্যের সরকার।
মহারাষ্ট্র সরকার সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় মোট ১৪ জন মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন। বিজেপির তরফ থেকে মন্ত্রী হতে পারেন সুধীর মুনগানতিওয়ার, চন্দ্রকান্ত পাটিল, গিরীশ মহাজন। শিন্ডে শিবিরের তরফে মন্ত্রী হতে পারেন গুলাব রঘুনাথ পাটিল, সদা সর্বাঙ্কর এবং দীপক কেসরকার। পরবর্তী পর্যায়ে আরও কিছু মন্ত্রীকে মন্ত্রিসভায় আনা হতে পারে বলে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে। রাজ্যের সমস্ত অঞ্চল থেকেই মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব থাকছে বলে জানা গিয়েছে।