প্রায় সাড়ে চারশো কোটি টাকা খরচ করে সদ্যই হাবিবগঞ্জ স্টেশনের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে
উত্তরপ্রদেশের পর এ বার মধ্যপ্রদেশ। ভোপালের হাবিবগঞ্জ রেলস্টেশনের নাম বদল চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করল শিবরাজ সিংহ চৌহান সরকার।
প্রায় সাড়ে চারশো কোটি টাকা খরচ করে সদ্যই হাবিবগঞ্জ স্টেশনের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী সোমবার ওই স্টেশন উদ্বোধনে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই স্টেশনের নাম বদলে রানি কমলাপতির নামে রাখার আবেদন জানানো হল।
রাজ্য পরিবহণ দফতরের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়ে বলা হয়, ‘ষোড়শ শতকে ভোপালে গোন্দ রাজাদের শাসন ছিল। গোন্দ রানি কমলাপতির স্মৃতি জিইয়ে রাখতে তাঁর নামে স্টেশনের নামকরণ হোক।’
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলেও হাবিবগঞ্জ স্টেশনের নাম বদলের দাবি জানিয়েছিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর, প্রভাত ঝা-এর মতো নেতা-নেত্রীরা।
ভারতীয় থেকে রেলের তরফে জানানো হয়েছে, হাবিবগঞ্জ স্টেশনই দেশের প্রথম স্টেশন যেখানে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে হল সংস্কারের কাজ।
সম্প্রতি যোগী রাজ্যে নাম বদলের হিড়িকে রাতারাতি বদলে গিয়েছে প্রায় দেড়শো বছরের পুরনো ফৈজাবাদ স্টেশনের নাম। নতুন নাম হয়েছে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন।