হাসপাতালে প্রেম, সুস্থ হয়ে ৫৫ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ৭০-এর বৃদ্ধ

ভালবাসার কোনও বয়স হয় না। সে কথা আবারও প্রমাণ করলেন মধ্যপ্রদেশের এক ৭০ বছরের এক বৃদ্ধ ও ৫৫ বছরের এক বৃদ্ধা।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৮
Share:

পরিণতি পাচ্ছে প্রেম। ছবি টুইটার থেকে নেওয়া।

ভালবাসার কোনও বয়স হয় না। সে কথা আবারও প্রমাণ করলেন মধ্যপ্রদেশের এক ৭০ বছরের এক বৃদ্ধ ও ৫৫ বছরের এক বৃদ্ধা। হাসপাতালে ভর্তি থাকার সময় প্রেম। তার পর পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে। এই দুই বয়স্কের প্রেম নিয়ে এখন মাতোয়ারা নেটাগরিকরা।

Advertisement

মধ্যপ্রদেশের অশোকনগর জেলার একটি হাসপাতালে কিছু দিন আগে ভর্তি হয়েছিলেন উমরাও সিংহ ও গুড্ডিবাই। হাসপাতালের ওয়ার্ডে দু’জনের শয্যা ছিল পাশাপাশি। চিকিৎসার জন্য অনেক দিন ভর্তি থাকতে হয়েছিল দু’জনকেই। এক সঙ্গে কেটেছিল অনেকটা সময়। সেখান থেকেই গড়ে ওঠে সখ্য।

তাঁরা দু’জনেই বুঝতে পারেন, তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছে। হাসপাতাল থেকে ছাড়া পেলে গুড্ডিবাইকে নিজের গ্রামে নিয়ে যান উমরাও। সেখানে নিজের ছেলেদের সব কথা বলেন। তার পর তাঁদের সম্মতিতেই আয়োজন হয় বিয়ের।

Advertisement

উমরাওয়ের চার ছেলে ও ১২টি নাতি-নাতনি রয়েছে। তাঁর স্ত্রী তিন বছর আগে মারা গিয়েছেন।

উমরাওয়ের বাড়ি ভুরাখেদিতে আয়োজন করা হয় বিয়ের। বেশ ধুমধাম করেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। সেই বিয়েতে বেজেছে বাজনা, ফেটেছে বাজি। সোনালি রঙের পাঞ্জাবিতে উমরাও ও বাদামি রঙের শাড়িতে গুড্ডিবাইকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন আমন্ত্রিত গ্রামবাসীরাও।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৮৬ হাজার! ৪০ লক্ষ ছাড়াল দেশের মোট আক্রান্ত

আরও পড়ুন: অরুণাচলে পাঁচ যুবককে চিনা বাহিনীর অপহরণের অভিযোগ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement