প্রস্তুতি তুঙ্গে। আগামী রবিবার মকর সংক্রান্তির পূণ্য স্নান। মেলা শুরু হয়ে যাবে ১৫ জানুয়ারি থেকে। চলবে ৪ মার্চ পর্যন্ত। মেলা উপলক্ষে দেশ-বিদেশ থেকে ১ কোটিরও বেশি মানুষ ইলাহাবাদে জড়ো হবেন। সবরকম পরিস্থিতি সামাল দিতেও প্রস্তুত প্রশাসন। ইলাহাবাদের এই অর্ধ কুম্ভ মেলায় থাকার জন্য রয়েছে বিলাসবহুল তাঁবুও।
বলিউডের শিল্প নির্দেশক অনন্ত বাবুরাও মেলার বিলাসবহুল কয়েকটি তাঁবুর সাজসজ্জার দিকটি দেখছেন। সঞ্জয় লীলা ভন্সলীর সঙ্গে কাজ করেছেন তিনি।
সমুদ্র মন্থন থেকে তুলে আনা ১৪টি রত্নের প্রদর্শনীর কথাও সংবাদ সংস্থাকে জানান তিনি। আর বললেন, হাজারটি বিলাসবহুল তাঁবুর কথা।
১০ ফুটের ধাতব বেড়া দিয়ে ঘেরা এই তাঁবুর আশপাশ। মেলার ১৯ ও ২০ সেক্টরের মাঝে অবস্থিত এই তাঁবুর সজ্জারও কাজ চলছে গঙ্গা-যমুনা-সরস্বতী সঙ্গমে। গঙ্গা থেকে ১০ মিটার দূরে ১১১ জন পুরোহিত এই মেলায় মহাযজ্ঞ করবেন।
বিশেষ পুণ্য স্নানের জন্য যদিও কোনও ব্যবস্থা নেই, জানান এই তাঁবুর দায়িত্বে থাকা এক কর্মকর্তা সত্যেন্দ্রকুমার। তিনি বলেন, এই তাঁবু যাঁরা বুকিং করছেন, তার মধ্যে ৩০ শতাংশই প্রবাসী ভারতীয়।
চারটি রেস্তরাঁ রয়েছে তাঁবুর পাশেই, যার একটিতে শুধুই ‘অর্গ্যানিক সাত্ত্বিক’ খাবার পাওয়া যাবে। বলিউড থিমের রেস্তরাঁ থাকবে। থাকছে ‘বৈদিক’ তাঁবু। সারা দেশের সব প্রদেশের খাবারও মিলবে। লোক সঙ্গীত ও নৃত্যের ব্যবস্থা থাকবে। প্রদর্শনীও থাকবে হস্তশিল্পের।
৯০০ স্কোয়ার ফিটের এই তাঁবুতে রয়েছে, দুটি বেডরুম, শ্বেতপাথরের শৌচাগার, ডাইনিং ও ড্রয়িং রুম। ড্রয়িং রুমে টেলিভিশন সেট ও পাঁচ জনের বসার মতো বিলাসবহুল সোফাও থাকছে।
২০টি বিলাসবহুল কটেজের ব্যবস্থাও করা হয়েছে। সেখানে অনেকগুলিতেই ধ্যান, মনোসংযোগের ব্যবস্থাও রয়েছে। তাঁবুর পাশেই ঘাসও বোনা হচ্ছে, বসানো হচ্ছে গাছের চারা, যাতে কোনওভাবেই কৃত্রিম মনে না হয়।
এই বেসরকারি সংস্থার তাঁবু বা ভিলা স্যুটের প্রতি রাতের ভাড়া ৩৫ হাজার টাকা। অন্য দুটি বিলাসবহুল তাঁবুর প্রতি রাতের ভাড়া ১৩ হাজার টাকা ও ১৮ হাজার টাকা। ৮০ শতাংশই বুকিং হয়ে গিয়েছে।
আরও কয়েকটি বেসরকারি সংস্থা রয়েছে, যারা বিলাসবহুল তাঁবুর ব্যবস্থা করছেন। প্রতি রাতের ভাড়া যেখানে ১১,২৫০ টাকা, তবে ১৪,৬২৫ টাকা পর্যন্ত বাড়তে পারে প্রতি রাতের ভাড়া। কিছু ডরমিটরির ক্ষেত্রে প্রতি রাতের ভাড়া মাথা পিছু ৯৮০-১২৭০ টাকা।
ইন্টিরিয়র ডিজাইনার সত্যেন্দ্রপ্রতাপ সিংহ বলেন, তিনি যে বেসরকারি সংস্থায় যুক্ত, তাঁদের ডরমিটরি ফুটবল মাঠের অর্ধেক আকারের। চার থেকে ২০ জন তীর্থযাত্রী থাকতে পারবেন সেখানে। ভাড়া এক্ষেত্রে মাথা পিছু প্রতি রাতে ১৫০০ টাকা।