আরও বড় ধাক্কা অপেক্ষা করে আছে গ্রাহকদের জন্য? ফাইল চিত্র।
আগের দফায় ২৫ টাকা দাম বৃদ্ধির পরে কেটেছে মাত্র চার দিন। রবিবার মধ্যরাতে আরও ২৫ টাকা দামি হল রান্নার গ্যাস সিলিন্ডার। যা কার্যকর হচ্ছে আজ অর্থাৎ মার্চের প্রথম দিন থেকে। ফলে ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত মোট ২২৫ টাকা বাড়ল সিলিন্ডারের দর। ডিসেম্বরে দু’দফায় ১০০ টাকা। ফেব্রুয়ারিতে তিন দফায় ১০০ টাকা। প্রশ্ন উঠেছে, মার্চের দাম বৃদ্ধি কি ২৫ টাকাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি আরও বড় ধাক্কা অপেক্ষা করে আছে গ্রাহকদের জন্য?
রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির ঘোষণা, আজ থেকে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮৪৫.৫০ টাকা। হোটেল, রেস্তরাঁয় ব্যবহারের ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর ৯৭.৫০ টাকা বেড়ে হচ্ছে ১৬৮১.৫০ টাকা। এ বারও ভর্তুকির অঙ্ক জানায়নি তারা। তবে ফেব্রুয়ারিতে যে ক’বার বাড়িতে ব্যবহারের সিলিন্ডারের দাম বেড়েছে, তা বাড়েনি। ফলে মার্চেও বাড়বে কি না, সেই সন্দেহ থাকছেই।
এ দিকে রবিবারই কেন্দ্রীয় তেল সচিব দাবি করেছেন, উজ্জ্বলা যোজনায় আরও এক কোটি গরিব পরিবারকে দু’বছরে নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ দিতে চায় কেন্দ্র।